যশোর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ২১: ৩৭
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৮: ৫০

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (অভয়নগর–বাঘারপাড়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকে প্রার্থী হয়েছেন মাওলানা মাসুম বিল্লাহ।

জানা যায়, দীর্ঘদিন ধরে আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে আন্দোলন করে আসা এই নেতা বহুবার হামলা-মামলা-নির্যাতনের শিকার হয়েছেন। ৪ আগস্টের সহিংস হামলার সময়ও তিনি রাজপথে থেকে সাহসিকতার পরিচয় দেন।

বিজ্ঞাপন

মাওলানা মাসুম বিল্লাহ একাধিক মাদরাসা ও মসজিদের প্রতিষ্ঠাতা ও পরিচালক। বেফাকুল মাদারিসের শুরা সদস্য, হেফাজতে ইসলাম যশোরের সহ-সাধারণ সম্পাদক এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাম্প্রতিক সাম্প্রদায়িক উত্তেজনার সময় অমুসলিমদের বাড়ি বাড়ি গিয়ে শান্তি নিশ্চিত করে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত