সুন্দরবনে হরিণ শিকারের ১৩৫টি ফাঁদ জব্দ

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১০: ০৫

সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে হরিণ শিকারিদের পাতা ফাঁদ উদ্ধারে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ শুক্রবার পূর্ব সুন্দরবনের দুটি এলাকায় পৃথক অভিযানে হরিণ শিকারের জন্য পাতা ১৩৫টি ফাঁদ জব্দ করেছে বনপ্রহরীরা।

বিজ্ঞাপন

চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ঢাংমারী বনাঞ্চলের হুলার ভারানী সংলগ্ন খালে অভিযান চালানো হয়। সেখানে পায়ে হেঁটে সার্চ অপারেশনের মাধ্যমে ৮২টি মালা (গোলাকৃতি ফাঁদ) উদ্ধার করা হয়।

এর আগে সকালেই, নন্দবালা টহল ফাঁড়ির আওতাধীন সূর্যমুখী খাল সংলগ্ন এলাকা থেকে আরও ৫৩টি ফাঁদ জব্দ করেন বনপ্রহরীরা। উদ্ধারকৃত সব ফাঁদ তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এর মাত্র কয়েকদিন আগেই, মঙ্গলবার (১১ জুন) সুপতি স্টেশনের আওতাধীন শাপলা ক্যাম্প এলাকার ছোট সিন্দুক বারিয়া খালের উত্তর পাশ থেকে আরও ৪৫০টি ফাঁদ উদ্ধার করে বনবিভাগ।

স্থানীয় বন কর্মকর্তা ও পরিবেশবিদরা মনে করছেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত এমন অভিযান অত্যন্ত জরুরি। তারা হরিণ শিকারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের এই দুর্লভ জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এই ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত