আটক নারীকে ফেরত দিয়েছে বিএসএফ

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১০: ০১

মহেশপুর সীমান্ত দিয়ে এক বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সকালে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাকে আটক করে। পরে বিকাল ৫টার দিকে দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়।

বিজ্ঞাপন

শনিবার রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশের বাঘাডাঙ্গা সীমান্তের ওপারের ১৯৪ বিএসএফের জোড়পাড়া ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে এক বাংলাদেশিকে আটক করার পর ফেরত দেয়ার আহ্বান জানানো হয়। আহ্বানে সাড়া দিয়ে (বিএসটি) সীমান্ত ৬০/২৯ আর (পিলার)-এর শূন্যলাইন বরাবর বিএসএফ-বিজিবি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে আটককৃতের পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে ফেরত দেয় বিএসএফ।

আটক নারীকে সাধারণ ডায়েরি করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।

গৃহবধূর লাশ রেখে স্বামীসহ শ্বশুড়বাড়ির সবাই উধাও

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত