মহেশপুরে ৫৮ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৮: ৫৮

ঝিনাইদহের মহেশপুরে ৫৮-বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে ৫৮-বিজিবি’র সদর দপ্তরে কেক কাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

৫৮-বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ-পশ্চিম রিজিয়ন যশোর এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসির জাহান হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক খালিদ হোসেন, ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আলম, মহেশপুর উপজেলার ইউএনও খাদিজা আক্তার, মহেশপুর ভৈরব আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাতুল দাস।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান,জীবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি মাহবুবুর রহমান বাবুসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা/কর্মচারী, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত