সীমান্তে ১৫ জন আটক, থানায় হস্তান্তর

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০: ০৪
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৪৯

ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পৃথকভাবে ১৫ জনকে আটক করেছে বিজিবি। গত ৩৬ ঘণ্টায় বিজিবি মহেশপুর উপজেলার কুমিল্লাপাড়া ও বাঘাডাংগা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, রোববার সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লাপাড়া সীমান্ত পিলার ৬০/৭৪-আর থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতর থেকে ভারতে প্রবেশের সময় ৯ জনকে আটক করে টহলরত বিজিবি সদস্যরা। আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩ জন, নারী ৪ জন ও শিশু ২ জন। তাদের বাড়ি ঝিনাইদহ, মুন্সিগঞ্জ ও মাগুরা জেলায়।

অন্যদিকে, শনিবার রাত সাড়ে ৭টার দিকে বাঘাডাংগা সীমান্ত পিলার ৬০/৩৭-আর থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের ভেতরে থেকে ভারতে প্রবেশের সময় ৬ জনকে আটক করে বিজিবির সদস্যরা। আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ ২ জন, নারী ২ জন ও শিশু ২ জন। তাদের সবার বাড়ি নড়াইল ও খুলনা জেলায়। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত