আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কালীগঞ্জে মাটি খুঁড়তেই উঠে এলো অবিস্ফোরিত গ্রেনেড

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

কালীগঞ্জে মাটি খুঁড়তেই উঠে এলো অবিস্ফোরিত গ্রেনেড

ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

নির্মাণশ্রমিকেরা গ্রেনেড দুটি দেখে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দিলে যৌথ বাহিনীর একটি টিম এন গ্রেনেড দুটি উদ্ধার করে। বর্তমানে গ্রেনেড দুটি ঝিনাইদহ সদর থানায় রাখা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলায় নলডাঙ্গা ইউনিয়নের বাবু মিয়ার বাড়ি থেকে উদ্ধার করা হয়।

বাড়ির মালিক বাবু মিয়া জানান, সকালে তার বাড়ি নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ শুরু করেন শ্রমিকেরা। একপর্যায়ে মাটির নিচে দুটি গোলাকার ধাতব বস্তু দেখতে পান। এ সময় বস্তু দুটি দেখে তারা স্থানীয় নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাতব বস্তু দুটিকে গ্রেনেড হিসেবে শনাক্ত করে। পরে তারা যৌথ বাহিনীকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে হ্যান্ড গ্রেনেড দুটি উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. সামসুল আরেফিন বলেন, ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গ্রেনেড দুটি অবিস্ফোরিত অবস্থায় মাটিরে নিচে চাপা পড়ে। গ্রেনেড দুটি সদর থানায় নিয়ে আসা হয়েছে। যৌথ বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে গ্রেনেড দুটি পরবর্তীতে নিষ্ক্রিয় করা হবে বলে যোগ করেন।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন