আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শ্যামনগরে কোস্টগার্ডের অভিযান, বন্দুক-কার্তুজ জব্দ

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)
শ্যামনগরে কোস্টগার্ডের অভিযান, বন্দুক-কার্তুজ জব্দ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মাউন্দে নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ জুলাই) বিকাল ৪টায় কোস্টগার্ড স্টেশন কৈখালীর একটি বিশেষ দল শ্যামনগর থানাধীন মাউন্দে নদীর তীরবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কোস্টগার্ড সদস্যরা আত্মসমর্পণের আহ্বান জানিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

পরে ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে বনের গভীরে পালিয়ে যায়। ব্যাগটি তল্লাশি করে একটি একনলা বন্দুক এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন