কটিয়াদীতে মসজিদের দানবাক্স ভেঙে লক্ষাধিক টাকা চুরি

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ১০: ৩৬

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী রেথইর কেন্দ্রীয় জামে মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

মসজিদের পেশ ইমাম ঘুমিয়ে পড়লে ২ এপ্রিল দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাব্যাপী চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সরেজমিন জানা যায়, কটিয়াদী-নিকলী আঞ্চলিক সড়কের পাশে গড়ে ওঠা পৌরসভার ৯নং ওয়ার্ডে রেথইর এলাকায় মসজিদটির সীমানা প্রাচীরের মধ্যে ইট আর সিমেন্টে দিয়ে একটি দানবাক্স নির্মাণ করেন মসজিদ পরিচালনা কমিটি।

প্রায় শত বছর ধরে স্থানীয় ও পথচারী যানবাহনের যাত্রী সাধারণ ওই বাক্সে নানা ধরনের নিয়ত করে টাকা-পয়সা দান করে আসছেন। মসজিদের উন্নয়নকাজের জন্য কয়েক মাস অন্তর অন্তর বাক্স থেকে দানের টাকা তুলে নিতেন মসজিদ কর্তৃপক্ষ। বুধবার রাতে অজ্ঞাতনামা চোরের দল মসজিদের দানবাক্সের তালা ভেঙে সব টাকাপয়সা নিয়ে যায়।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক কমিশনার আলী হোসেন জানান, এই মসজিদকে উপজেলার হাজার হাজার মানুষ ভক্তি করেন। এই পথে যাওয়ার সময় কয়েক মিনিট দাঁড়িয়ে মসজিদের জন্য দান করে যান। সময় পেলে মুসল্লিরা এসে ২ রাকাত নামাজ আদায় করেন এই মসজিদে।

দুঃখের বিষয়, সেই কবুলিয়ত মসজিদের দানবাক্সের তালা ভেঙে চোরেরা সব টাকাপয়সা নিয়ে গেছে। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে দান বাক্সে লাখের বেশি টাকা ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মুসল্লি জানান, এলাকায় মাদকাসক্তদের উৎপাত বেড়েই চলেছে। মাদকদ্রব্য দেদার বিক্রি চলছে। রাতে মাদকাসক্তদের আনাগোনা বাড়তে থাকে। তারাই এ কাজ করতে পারে বলে তিনি ধারণা করেন।

মসজিদের ইমাম মাওলানা গোলাম রাব্বানী বলেন, দানবক্সের টাকা চুরি অনাকাঙ্ক্ষিত ঘটনা। চোরদের আল্লাহ হেদায়েত দান করুন।

কটিয়াদী থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত