জামালপুরে বিপুল পরিমাণ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১৬: ৩৩

জামালপুর শহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও এয়ারগানসহ এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় তার বাসা থেকে একটি বুলেটপ্রুফ জ্যাকেট, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকের নাম মিয়াজী মেহরাব (২৪)।

শনিবার সকালে জামালপুর শহরের স্টেশন রোডের বাসিন্দা ফজলুল করিম মনিরের বাড়িতে এই অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। অভিযানের সময় মিয়াজী মেহরাবের ঘর থেকে একটি এয়ারগান, দুটি চাইনিজ কুড়াল, ছয়টি ধারালো চাকু, চারটি ওয়াকিটকি, একটি তলোয়ার, দুটি দূরবীন এবং একটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্রগুলো নিয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হবে এবং গ্রেফতারকৃত যুবককে আদালতে পাঠানো হবে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেফতারকৃত যুবক মানসিক বিকারগ্রস্ত।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত