নেত্রকোণায় বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নেত্রকোণা
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১২: ২২

নেত্রকোণার দুর্গাপুরে বসতঘর থেকে ঝুলন্ত স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলা কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের ঘর থেকে দুই লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তারা হলেন, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪) ও তার স্ত্রী একই উপজেলার কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)।

স্থানীয়দের বরাতে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, তিনবছর আগে সোহাগ ও ঝুমার বিয়ে হয়। ঝুমা স্বামী সোহাগসহ বাবার বাড়িতেই বসবাস করে আসছিলেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে খাওয়ার পর দুজনেই ঘুমাতে যান। পরদিন সকাল পৌনে ৬টার দিকে অন্যরা টের পেয়ে ঘরের ভেতর ধরণার সাথে রশিতে সোহাগ-ঝুমার লাশ ঝুলছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরো জানান, এই দম্পতির মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর সঠিক কারণ বলা যাবে। তবে এই মৃত্যুর ঘটনা উদঘাটনে তদন্ত করা হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত