নারী পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ আটক ২, উদ্ধার ৩ তরুণী

জেলা প্রতিনিধি, নেত্রকোণা
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৩৫

নেত্রকোণার কেন্দুয়ায় আন্তর্জাতিক নারী পাচার চক্রের সদস্য সন্দেহে চীনা নাগরিকসহ দু’জনকে আটক করেছে পুলিশ। এ সময় তিন তরুণীকে উদ্ধার করা হয়।

সোমবার সকালে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তিন তরুণীকে উদ্ধার করে।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন চীনা নাগরিক লি উই হাও এবং তার সহযোগী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়ার মৃত আব্দুল হানিফ মিয়ার ছেলে মো. ফরিদুল ইসলাম।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান, ১ সেপ্টেম্বর পোশাককর্মী আলফা আক্তারকে বিয়ে করেন লি উই হাও। আগামী ২০ সেপ্টেম্বর চীন যাওয়ার পরিকল্পনা ছিল তার। রোববার (১৪ সেপ্টেম্বর) সহযোগী ফরিদুলসহ আরো দু’নারীকে নিয়ে আলফার কমলপুর এলাকার বাড়িতে যান লি উই হাও।

এসময় আলফার পরিবারের সদস্যরা লি উই হাওয়ের আচরণে সন্দেহ প্রকাশ করে পাসপোর্ট ও ভিসা দেখতে চান। কিন্তু তিনি তা দেখাতে না পারায় স্থানীয়রা তাকে ও ফরিদুলকে আটক করে থানায় দেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মানব পাচার অপরাধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত