ময়মনসিংহ রেলস্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনের একটি কোচে পরিকল্পিতভাবে আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোর চারটার দিকে সংঘটিত এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) দ্রুত তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের অগ্নিকাণ্ড ও অবকাঠামোগত ক্ষতি এড়ানো সম্ভব হয়।
ঘটনার সময় আরএনবির টহল সদস্যরা আগুন দেখে দ্রুত এগিয়ে যান। আগুন নেভানোর পাশাপাশি তারা কোচের পাশে অবস্থান করা এক দুর্বৃত্তকে দেখতে পেয়ে ধাওয়া করেন। তবে গভীর অন্ধকারের সুযোগে দুর্বৃত্ত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আরএনবি সদস্যরা পানি ছিটিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
আগুন নেভানোর পর দেখা যায়, বগির কয়েকটি সিট আংশিক পুড়ে গেছে এবং আরও কয়েকটি সিটে ছড়িয়ে রাখা ছিল গানপাউডারজাতীয় দাহ্য মিশ্রণ। পরিকল্পিত নাশকতা ঘটাতে পুরো কোচসহ পার্শ্ববর্তী বগি, ইঞ্জিন এবং প্ল্যাটফর্মে যাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সেজন্য বগি জুড়ে ঢালা ছিল পেট্রলজাতীয় তরল পদার্থ।
ময়মনসিংহের স্টেশন সুপার আবদুল্লাহ আল হারুন বলেন, আরএনবির তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় থেকে রেলস্টেশন এলাকা রক্ষা পেয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, ওয়াশপিট এলাকায় রাতে স্বাভাবিকভাবেই অন্ধকার থাকে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে গানপাউডার ও পেট্রল ব্যবহার করে আগুন ধরিয়েছে। তিনি আরও বলেন, আমাদের তিনজন সদস্য দ্রুত ঝাঁপিয়ে না পড়লে বড় ধরনের আগুনে পুরো কোচ পুড়ে যেত। একজন দুর্বৃত্তকে ধাওয়া করা হলেও অন্ধকারের কারণে তাকে ধরা সম্ভব হয়নি।
ঘটনার পর রেলস্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য নাশকতাকারী চক্র শনাক্তে সংশ্লিষ্ট সংস্থাগুলোও তদন্ত কার্যক্রম শুরু করেছে।

