দুই বাড়ি থেকে চুরি ৮ গরু, উদ্ধার ৪

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১২: ৩৪
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৫: ০০

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাজর ও বিলচাপড়ি গ্রামে শনিবার দিবাগত রাতে দুটি বাড়ি থেকে আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। এলাকাবাসীর ধাওয়া খেয়ে চোরেরা পিকআপভ্যানে তোলা চারটি গরু নিয়ে পালিয়ে গেলেও বাকি চারটি গরু উদ্ধার হয়েছে।

বিজ্ঞাপন

রোববার সকালে দুটি গরু উদ্ধার করেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাজর বিলচাপড়ি গ্রামের বয়তুল্লাহ শেখের ছেলে হবিবর শেখের বাড়ি থেকে চারটি এবং প্রতিবেশী আয়েজ উদ্দিনের বাড়ি থেকে চারটি গরু চুরি হয়। মোট আটটি গরু চুরি করে পিকআপ ভ্যানে তোলার সময় এলাকাবাসী টের পেয়ে চোরদের ধাওয়া করে। এ সময় চোরেরা চারটি গরু রেখে পিকআপ ভ্যানে তোলা চারটি গরু নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ধাওয়ার মুখে ফেলে যাওয়া চারটি গরুর মধ্যে দুটি গরু রাতেই উদ্ধার করা হয়। এরপর রোববার সকাল ৮টার দিকে বিলচাপড়ি বিলের মধ্য থেকে আরও দুটি গরু উদ্ধার করা হয়। তবে পিকআপভ্যানে নিয়ে যাওয়া বাকি চারটি গরুর কোনো খোঁজ মেলেনি।

এলাকাবাসী আয়েজ, লালন, লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি এই এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে গেছে। এতে কৃষকরা তাদের গবাদিপশু নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

এ বিষয়ে খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মাজেদুর রহমান মিলন বলেন, ঘটনাস্থলে গ্রাম্য পুলিশ পাঠানো হয়েছিল। চুরি ঠেকাতে গ্রাম্য পুলিশের ডিউটি আরো জোরদার করা হচ্ছে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোর ধরতে এবং গরু উদ্ধারের চেষ্টা চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত