আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ক্ষমতায় গেলে নারীদের ফ্যামিলি কার্ড দিবে বিএনপি: দুলু

জেলা প্রতিনিধি, নাটোর

ক্ষমতায় গেলে নারীদের ফ্যামিলি কার্ড দিবে বিএনপি: দুলু
ছবি: আমার দেশ।

নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশের ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড পৌছে দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এসময় তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন নারীরা।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সাথে মতবিনিময় সভায় দুলু এসব কথা বলেন।

বিজ্ঞাপন

দুলু বলেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, বিদেশে ছেলে মেয়ে সবাই সরকার থেকে অনুদান পায়। বাংলাদেশ এই সিষ্টেম ছিলো না। এই প্রথম তারেক রহমান সাহেব বলেছেন আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় প্রতিটা পরিবারের অভিভাবক পরিবারের মেয়ে যিনি মা কিংবা পরিবারের যিনি অভিভাবক উনার জন্য ফ্যামিলি কার্ড থাকবে।

তিনি আরো বলেন, এই ফ্যামিলি কার্ড দিয়ে তারা প্রতি মাসে আড়াই হাজার করে টাকা পাবেন। যে সুযোগ সুবিধা অতীতের কোন সরকার দেয়নি তারেক রহমান সেই সুযোগ সুবিধা দেয়ার সিন্ধান্ত নিয়েছেন। আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গিলে সবচেয়ে বেশী সুযোগ সুবিধা পাবেন নারীরা।

জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি সাবেক এমপি সুফিয়া হকের সভাপতিত্বে সভায় এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোর্শেদা বেগম রুপালী, সাংগঠনিক সম্পাদক মাহফুজা বেগম মায়া, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম ও সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন