সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি, গ্রেপ্তার দুই

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১৪: ৫৪

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহন থামিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ র‌্যাব-১২ হেডকোয়ার্টার থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের রহমত আলীর ছেলে মো. বাবু (৩৪) ও নতুন সয়দাবাদ গ্রামের সহিদ আলীর ছেলে সাহা আলী (২৯)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৩ অক্টোবর যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় প্রাইভেটকার থামিয়ে ডাকাতি করা হচ্ছে, এমন একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে ১৪-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে একটি প্রাইভেটকার থামায়। পরে প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের মারধর এবং ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। ডাকাতির সময় প্রাইভেটকারের অন্তত ৪-৫ জন ব্যক্তি আহত হয়। ডাকাতির পর পরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়।

৬ অক্টোবর র‌্যাব-১২-এর একটি দল সদর উপজেলার সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে বাবু ও সাহা নামে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। আসামি বাবুর নামে ডাকাতি ও দস্যুতার অপরাধে ১৫টি মামলা এবং সাহার নামে ৩টি মামলা রয়েছে।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত