
স্টাফ রিপোর্টার

পাবনা জেলার বেড়া উপজেলার নগরবাড়ী নদী বন্দর আধুনিক টার্মিনাল কমপ্লেক্সের উদ্বোধন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। শনিবার বেলা ১১টার দিকে আনুষঙ্গিক সুবিধাদিসহ নদী বন্দর নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত এই টার্মিনাল কমপ্লেক্সের উদ্বোধন করা হয়।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম।
'নগরবাড়ীতে আনুষাঙ্গিক সুবিধাদিসহ নদী বন্দর নির্মাণ' শীর্ষক প্রকল্পটি রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে গঠিত বৃহত্তর উত্তরবঙ্গের সাথে নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নে নগরবাড়ী এলাকায় উন্নত ও আধুনিক বন্দর অবকাঠামো সুবিধাদি নির্মাণের লক্ষ্যে ২০১৮ সালের ২০ জুন অনুমোদন দেওয়া হয়। ওই বছরের ১ জুলাই নির্মাণকাজ শুরু হয়, যা শেষ হয় ২০২৫ সালের ৩০ জুনে। এ প্রকল্পে মোট হয়েছে ৫৫৬.৯০৭ কোটি টাকা।
যমুনা নদীর পশ্চিম তীরে অবস্থিত নগরবাড়ীর ঐতিহ্যবাহী ঘাটে দেশের বিভিন্ন এলাকা হতে নৌপথে মূলত: সার, সিমেন্ট, পাথর, বালি, কয়লা, খাদ্য-দ্রব্যাদি এবং অন্যান্য বাল্ক সামগ্রী জাতীয় মালামাল উঠানামা করে সড়ক পথে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় পরিবাহিত হয়ে থাকে। ঘাটটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত আরিচা নদী বন্দর দ্বারা পরিচালিত হতো। ১৯৯৮ সালে যমুনা সেতু প্রতিষ্ঠিত হবার পূর্বে বাংলাদেশে ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা, পদ্মা নদীর দ্বারা দুই ভাগে বিভক্ত হয়ে আরিচা-দৌলতদিয়া এবং আরিচা-নগরবাড়ি নামে ফেরিঘাট ২টি যথাক্রমে দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলে নৌ চলাচলে আরিচা নদী বন্দরের আওতায় পরিচালিত হতো।
প্রকল্প বাস্তবায়নের সময় কমিয়ে আনার তাগিদ দিয়ে উপদেষ্টা বলেন, বন্দরব্যব্স্থার উন্নয়ন ও আধুনিকায়ন করছে। বিশেষ করে নদীবন্দর উন্নত করার চেষ্টা করছে সরকার।
নৌপরিবহন উপদেষ্টা তার বক্তব্যে বলেন, উত্তরবঙ্গের সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটাবে নগরবাড়ী নদী বন্দর আধুনিক টার্মিনাল কমপ্লেক্স। নগরবাড়ী নদী বন্দর দেশের পশ্চিমাঞ্চলকে নদীপথে রাজধানী ও দক্ষিণাঞ্চলের সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ গেটওয়ে। আধুনিক এই টার্মিনাল কমপ্লেক্স চালু হলে পণ্য পরিবহন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে— যা নদীভিত্তিক বাণিজ্যকে নতুন গতি দেবে।

পাবনা জেলার বেড়া উপজেলার নগরবাড়ী নদী বন্দর আধুনিক টার্মিনাল কমপ্লেক্সের উদ্বোধন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। শনিবার বেলা ১১টার দিকে আনুষঙ্গিক সুবিধাদিসহ নদী বন্দর নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত এই টার্মিনাল কমপ্লেক্সের উদ্বোধন করা হয়।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম।
'নগরবাড়ীতে আনুষাঙ্গিক সুবিধাদিসহ নদী বন্দর নির্মাণ' শীর্ষক প্রকল্পটি রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে গঠিত বৃহত্তর উত্তরবঙ্গের সাথে নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নে নগরবাড়ী এলাকায় উন্নত ও আধুনিক বন্দর অবকাঠামো সুবিধাদি নির্মাণের লক্ষ্যে ২০১৮ সালের ২০ জুন অনুমোদন দেওয়া হয়। ওই বছরের ১ জুলাই নির্মাণকাজ শুরু হয়, যা শেষ হয় ২০২৫ সালের ৩০ জুনে। এ প্রকল্পে মোট হয়েছে ৫৫৬.৯০৭ কোটি টাকা।
যমুনা নদীর পশ্চিম তীরে অবস্থিত নগরবাড়ীর ঐতিহ্যবাহী ঘাটে দেশের বিভিন্ন এলাকা হতে নৌপথে মূলত: সার, সিমেন্ট, পাথর, বালি, কয়লা, খাদ্য-দ্রব্যাদি এবং অন্যান্য বাল্ক সামগ্রী জাতীয় মালামাল উঠানামা করে সড়ক পথে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় পরিবাহিত হয়ে থাকে। ঘাটটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত আরিচা নদী বন্দর দ্বারা পরিচালিত হতো। ১৯৯৮ সালে যমুনা সেতু প্রতিষ্ঠিত হবার পূর্বে বাংলাদেশে ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা, পদ্মা নদীর দ্বারা দুই ভাগে বিভক্ত হয়ে আরিচা-দৌলতদিয়া এবং আরিচা-নগরবাড়ি নামে ফেরিঘাট ২টি যথাক্রমে দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলে নৌ চলাচলে আরিচা নদী বন্দরের আওতায় পরিচালিত হতো।
প্রকল্প বাস্তবায়নের সময় কমিয়ে আনার তাগিদ দিয়ে উপদেষ্টা বলেন, বন্দরব্যব্স্থার উন্নয়ন ও আধুনিকায়ন করছে। বিশেষ করে নদীবন্দর উন্নত করার চেষ্টা করছে সরকার।
নৌপরিবহন উপদেষ্টা তার বক্তব্যে বলেন, উত্তরবঙ্গের সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটাবে নগরবাড়ী নদী বন্দর আধুনিক টার্মিনাল কমপ্লেক্স। নগরবাড়ী নদী বন্দর দেশের পশ্চিমাঞ্চলকে নদীপথে রাজধানী ও দক্ষিণাঞ্চলের সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ গেটওয়ে। আধুনিক এই টার্মিনাল কমপ্লেক্স চালু হলে পণ্য পরিবহন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে— যা নদীভিত্তিক বাণিজ্যকে নতুন গতি দেবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে রেখে ৪২-বগুড়া-৭ (গাবতলী -শাজাহানপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম রাব্বানী নেতৃত্বে শনিবার (৮ নভেম্বর) গাবতলী উপজেলার নাড়ুয়ামালা এলাকা থেকে এক বিশাল মোটরসাইকেল শোডাউন বের করা হয়।
৬ মিনিট আগে
মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে খুলনায় বিশাল জমায়েত ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিএনপি। মহানগর ও জেলা বিএনপির এই যৌথ কর্মসূচিতে ছিলেন না নজরুল ইসলাম মঞ্জু। তিনি তার অনুসারী নেতাকর্মীদের নিয়ে সীমিত পরিসরে আলোচনা ও দোয়া করেছেন। তবে, মতভেদ ও দূরত্ব ঘুচিয়ে এখনো সবাই এক মঞ্চে না এলেও অচিরেই এ সংকট
২০ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এরআগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে মিলগেট শহীদ সুন্দর আলী সড়কে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও কুর্মিটোলা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
৩০ মিনিট আগে
খাগড়াছড়ি জেলার মহালছড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা জামায়াতের পক্ষথেকে আর্থিক সহায়তা প্রদান। শনিবার সকাল ১১টায় জেলা জামায়াত আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন ও জেলা জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর নেতৃত্বে জামায়াত প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন এবং ক্ষত
৩৭ মিনিট আগে