বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সমাজে পিছিয়ে পড়া অসহায় মানুষের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানবতার দূত হিসেবে কাজ করছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী সেবামূলক মানবিক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
তিনি বলেন, কোন লোক অসুস্থ, কোন পরিবারে খাবার নেই, জুলাই বিপ্লব বা ফ্যাসিবাদী আমলে যে সন্তান হারিয়ে গেছে, সেসব অসহায় পরিবারের দিকে তারেক রহমান চোখ পড়ে আছে। আমরা বিএনপি পরিবারের মাধ্যমে তারেক রহমান তাদের পাশে দাঁড়াচ্ছেন।
রিজভী বলেন, নিজ বাড়ি থেকে বিতাড়িত হওয়ার সময় বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উদ্দেশে বলেছিলেন আপনারা যে অবস্থা করলেন আপনাদের উপর আল্লাহর গজব পড়বে। ম্যাডাম এখনো বেঁচে আছেন, জনগণ বেঁচে আছেন, আমরা গজব দেখছি।
তিনি বলেন, যারা বিরোধী দলের ছেলেদের হত্যা করে নিজের ক্ষমতা মজবুত করবেন, আজীবন টিকে থাকবেন তারা নিজের চোখেই নিজের পতন দেখলেন। আল্লাহ পৃথিবীতে অন্যায়ের বিচার পৃথিবীতে করে দেন এটি প্রমাণিত।
আমরা বিএনপি পরিবারের আয়োজনে শহরের সাতমাথায় শহীদ খোকন পার্কে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন। এতে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক পৌর মেয়র অ্যাড. একেএম মাহবুবুর রহমান, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়রসহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ বিএনপি নেতা ডা. এমএ মুহিত।
এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী বেলাল, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, ডা. শাহ মো. শাজাহান আলী, ডা. মামুনুর রশিদ মিঠু, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সলাম, যুগ্ম সম্পাদক তাহাউদ্দিন নাহিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাইদুজ্জামান শাকিল, আরডিএ যুগ্ম পরিচালক আব্দুল মজিদ, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হিরু মন্ডল, আমরা বিএনপি পরিবারের সদস্য মুস্তাকিম বিল্লাহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, নিহার সুলতানা তিথিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এবং ‘আমরা বিএনপি পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মানবিক অনুষ্ঠানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, হার্টের চিকিৎসা, রক্তদান কর্মসূচির পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের হুইল চেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, শ্রমিকদের মাঝে পোশাক ও হাত মোজা বিতরণ করা হয়।

