জেলা প্রতিনিধি, নাটোর
নাটোরে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৭৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার সকাল সাড়ে পাঁচটার সময় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় পৃথক দুটি চেকপোস্ট বসিয়ে গাঁজাসহ তাদের আটক করে।
আটককৃত মাদক কারবারিরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শেখটোলার কাশিবাটিপাড়া মহল্লার মজুর ছেলে মো. লালন (২৫), একই এলাকার সাইদুর রহমানের ছেলে মো. সাবেরুল ইসলাম শহিদ (৩৫), নাচোল উপজেলার ভগরইল মধ্যপাড়া গ্রামের দুলাল উদ্দীনের ছেলে ওয়াদুদ (২৫) ও একই এলাকার মৃত বাহার আলীর ছেলে মো. ফসের আলী সোহেল (২৯)।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরের বনবেলঘরিয়া পশ্চিম বাইপাসে ভোর সাড়ে পাঁচটার সময় চেকপোস্ট বসিয়ে ঢাকার নারায়ণগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী প্লাস্টিকের ক্যারেট বহনকারী ট্রাকে তল্লাশি চালিয়ে ১৬০ কেজি গাঁজাসহ লালন ও সাবেরুলকে আটক করা হয়।
অপরদিকে একই এলাকায় সকাল সাড়ে ৬টার সময় চেকপোস্ট বসিয়ে নোয়াখালী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী (গ্রামীণ ট্রাভেলস) বাসে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ১৪ কেজি গাঁজাসহ দুলাল ও ফসের আলী সোহেলকে আটক করা হয়।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নিশ্চিত করে বলেন, এই বিষয়ে নাটোর সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।
তিনি আরো বলেন, নাটোর জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যক্রম পরিচালনা করছে। জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।
নাটোরে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৭৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার সকাল সাড়ে পাঁচটার সময় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় পৃথক দুটি চেকপোস্ট বসিয়ে গাঁজাসহ তাদের আটক করে।
আটককৃত মাদক কারবারিরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শেখটোলার কাশিবাটিপাড়া মহল্লার মজুর ছেলে মো. লালন (২৫), একই এলাকার সাইদুর রহমানের ছেলে মো. সাবেরুল ইসলাম শহিদ (৩৫), নাচোল উপজেলার ভগরইল মধ্যপাড়া গ্রামের দুলাল উদ্দীনের ছেলে ওয়াদুদ (২৫) ও একই এলাকার মৃত বাহার আলীর ছেলে মো. ফসের আলী সোহেল (২৯)।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরের বনবেলঘরিয়া পশ্চিম বাইপাসে ভোর সাড়ে পাঁচটার সময় চেকপোস্ট বসিয়ে ঢাকার নারায়ণগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী প্লাস্টিকের ক্যারেট বহনকারী ট্রাকে তল্লাশি চালিয়ে ১৬০ কেজি গাঁজাসহ লালন ও সাবেরুলকে আটক করা হয়।
অপরদিকে একই এলাকায় সকাল সাড়ে ৬টার সময় চেকপোস্ট বসিয়ে নোয়াখালী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী (গ্রামীণ ট্রাভেলস) বাসে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ১৪ কেজি গাঁজাসহ দুলাল ও ফসের আলী সোহেলকে আটক করা হয়।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নিশ্চিত করে বলেন, এই বিষয়ে নাটোর সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।
তিনি আরো বলেন, নাটোর জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যক্রম পরিচালনা করছে। জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।
কক্সবাজারে গভীর সমুদ্রে পাচারের মুহূর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় তিন মানবপাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
৬ মিনিট আগেএ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৫ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২৮ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
৩৪ মিনিট আগে