একই কমিটিতে জামায়াত-আ.লীগ-বিএনপি একাকার, ক্ষুব্ধ স্থানীয়রা

উপজেলা প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১৬: ৩১

বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে বিএনপি ও জামায়াত উভয় প্যানেলেই আওয়ামী লীগ নেতা-নেত্রীদের অন্তর্ভুক্তি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। মাদ্রাসার মতো ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগপন্থী নেতাদের অংশগ্রহণে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ১৩ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে মাদ্রাসাটির কমিটি গঠনের নির্বাচন। নির্বাচনের তফশিল ঘোষণার পর মঙ্গলবার বিএনপি ও জামায়াত উভয় প্যানেলই মনোনয়নপত্র জমা দিয়েছে।

বিএনপি প্যানেলের প্রার্থী আব্দুল বাছেদ রঞ্জু বলেন, আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম বেগমকে জামায়াতে ইসলামী ঘরানার প্রার্থী দলের সঙ্গে অন্তর্ভুক্ত করে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। মরিয়ম বেগমের স্বামী আহম্মেদ আলী ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

এদিকে জামায়াতে ইসলামী প্যানেলের প্রার্থী আব্দুল ওহাব অভিযোগ করেন, বিএনপি প্যানেলে রাখা হয়েছে আওয়ামী লীগ নেতা আহসান হাবিব সুমনকে, যিনি বিগত দু’মেয়াদে সভাপতি ছিলেন। এছাড়া ছাত্রলীগ নেতা রাসেল প্রকাশ্যে বিএনপি প্যানেলের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

জামায়াত প্যানেলে আওয়ামী লীগ নেত্রী অন্তর্ভুক্তির বিষয়ে জানতে চাইলে আব্দুল ওহাব বলেন, ম্যানেজিং কমিটির নির্বাচনে এমন কোনো নিয়ম নেই যে আওয়ামী লীগ করলে ভোট করা যাবে না। মরিয়ম বেগম একজন অভিভাবক সদস্য এবং তার সন্তান এই মাদ্রাসায় অধ্যয়নরত।

বিএনপি প্যানেলের প্রার্থী আব্দুল বাছেদ রঞ্জু বলেন, এলাকায় ভোটের আমেজ রয়েছে। রাসেল ছাত্রলীগ করে কিনা তা তার জানা নেই। এছাড়া আহসান হাবিব সুমনের দলীয় কোনো পদ বর্তমানে নেই।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে দেখা গেছে, ছাত্রলীগ নেতা রাসেল বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহিনের সঙ্গে ঘনিষ্ঠভাবে অবস্থান করছেন। অপরদিকে আহসান হাবিব সুমনেরও শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন ছান্নুর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ছবি প্রকাশ পেয়েছে।

এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনে আওয়ামী লীগপন্থীদের প্রশ্রয় দেয়া বিএনপি ও জামায়াতের জন্য লজ্জাজনক। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রভাব থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। মাদ্রাসা কমিটির এই নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের দু’প্যানেলে অংশগ্রহণে বিএনপি ও জামায়াত উভয় দলের কর্মীরা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত