কমপ্লিট শাট ডাউনে সোনা মসজিদে আটকা ৭ শতাধিক ট্রাক

উপজেলা প্রতিনিধি, (শিবগঞ্জ) চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১৭: ৩৪
সোনা মসজিদ স্থল বন্দর

শনিবারের মতো রোববারও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাট ডাউন কর্মসূচির কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের ওপারের মহদিপুর স্থলবন্দরে আমদানির প্রায় ৭০০ ট্রাক ও এপারে রফতানি পণ্যবাহী ১৬টি ট্রাক আটকা পড়েছে আটকে আছে।

রোববার স্থলবন্দর কাস্টমস সূত্রে জানা যায়, দুদিনে সরকার প্রায় ৬ কোটি টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে।

বিজ্ঞাপন

কর্মসূচির কারণে দুদিনে ভারত থেকে কোনো আমদানি পণ্য আসেনি। ভারতেও যায়নি কোনো রপ্তানি পণ্য।

পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, কর্মসূচির কারণে আমদানি রফতানি একবারেই বন্ধ হয়ে গেছে।

সোনা মসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নুরুল হাসান জানান, শনিবারের মতো রোববারও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাট ডাউন দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্রীয় কোনো কর্মসূচি আসলে, সেটি জানানো হবে। সোনা মসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক বলেন, ভারতের মহদিপুর স্থলবন্দরে ৭ শতাধিক পণ্য বোঝাই ট্রাক আটকে আছে। অনেক পচনশীল পণ্যও রয়েছে। আমদানি কারকদের প্রতিদিন আটকে পড়া ট্রাক প্রতি সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা দিতে হচ্ছে ভারতীয় ট্রাক মালিকদের।

তিনি আরো বলেন, আমদানি বন্ধ হওয়ায় এখানকার শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। কমপ্লিট শাট ডাউনের ফলে বাংলাদেশি বাজারে নিত্য পণ্যের দাম বেড়ে যাবার আশঙ্কা রয়েছে।

সোনা মসজিদ ইমিগ্রেশন ইনচার্জ (উপ-পরিদর্শক) জামিরুল ইসলাম বলেন, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাট ডাউনে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত