আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লকডাউন কর্মসূচির প্রতিবাদে রায়গঞ্জে বিএনপি-জামায়াতের বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, (রায়গঞ্জ) সিরাজগঞ্জ

লকডাউন কর্মসূচির প্রতিবাদে রায়গঞ্জে বিএনপি-জামায়াতের বিক্ষোভ

সিরাজগঞ্জের রায়গঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও লক-ডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পৃথক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদ চত্বরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিএনপির সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা।

অপর দিকে সকাল ১০টায় জামায়াতের মিছিল ধানগড়া পল্লী বিদ্যুৎ মোড় থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মো. আলী মর্তুজা।

উভয় সমাবেশে বক্তারা আওয়ামী লীগের দমন-পীড়ন, গ্রেপ্তার অভিযান ও রাজনৈতিক নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে সাধারণ মানুষের অধিকার রক্ষায় গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...