সাজেক থেকে হেলিকপ্টারে আনা হলো নিহত ছাত্রী রুবিনার লাশ

উপজেলা প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১: ৫৪
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১: ৫৬

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের শিক্ষার্থী রুবিনা আফছানা রিংকির (২৩) লাশ সাজেক থেকে হেলিকপ্টার যোগে তার গ্রামের বাড়ি গাইবান্ধায় আনা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি সেনানিবাস থেকে লাশ নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। পরে বিকেল সাড়ে ৫টার দিকে রুবিনার লাশবাহী হেলিকপ্টারটি হাসবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। এরপরে অ্যাম্বুলেন্সে তার গ্রামের বাড়ি ভবানীপুরে নিয়ে যাওয়া হয়। এসময় শতশত মানুষ তার লাশ এক নজর দেখার জন্য ছুটে আসে।

বিজ্ঞাপন

গত বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফরে খাগড়াছড়ির সাজেক যাওয়ার পথে হাউজপাড়া এলাকায় পর্যটকবাহী জিপ খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুবিনা মারা যান। তার সাথে থাকা আরও ১১ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

রুবিনা খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত