আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নওগাঁ-২ আসনের বিএনপি প্রার্থী সামসুজ্জোহা

জামায়াতে ইসলামী বাতিল শক্তি

উপজেলা প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)

জামায়াতে ইসলামী বাতিল শক্তি

কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের বিএনপি প্রার্থী মো. সামসুজ্জোহা খান (জোহা) বলেন, জামায়াতে ইসলামী বাতিল শক্তি। তাদের অবস্থান আলেম-ওলামা ও ইসলামের পক্ষে না। দলটি আমাদের ঘাড়ে বন্দুক ফুঁটিয়ে ক্ষমতায় যেতে চায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলেম-ওলামা, শিক্ষক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীকে রুখতে একমাত্র ওষুধ হচ্ছে আলেম-ওলামা। এ সময় তিনি জামায়াতে ইসলামীকে রুখতে সকলের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১২ টায় নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এজেড মিজানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক এম.আর মোস্তফা, পত্নীতলা থানা মসজিদের ইমাম আনোয়ার হোসেন, নজিপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাহার আলী, শিক্ষক খালিদ হাসান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন