বাঙালি বজরঙির মানবিকতায় পরিবারে ফিরলেন ভারতীয় নাগরিক

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ২০
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৩২
সোমবার দুপুর ১২টার দিকে রামদেব মাহাতোকে সোনামসজিদ সীমান্তের শূন্য রেখা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ছবি: আমার দেশ।

বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ কারাগারে সাজাভোগ শেষে রামদেব মাহাতো (৫৫) নামে এক ভারতীয় নাগরিককে সোনামসজিদ ইমিগ্রশন দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার বেলা ১২ টার দিকে সোনামসজিদ সীমান্তের শূন্য রেখা দিয়ে তাকে ভারতে হস্তান্তর করা হয়। রামদেব মাহাতো ভারতের বিহারের পশ্চিম চাঁমপাড়ান জেলার গুদ্রা নামক গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের কারণে ২০১৮ সালের ৩০ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক হন রামদেব মাহাতো। ২০১৯ সালের ২৯ মে সাজা শেষ হলেও সঠিক ঠিকানা না থাকায় তাকে ভারতে পাঠানো যায়নি। পরে শামসুল হুদা নামে এক ব্যক্তির সহায়তায় দুই দেশের দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে ভারতে হস্তান্তরের সিদ্ধান্ত হয় বলে জানান চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেল সুপার জাকির হোসেন।

বাঙালি বজরঙি খ্যাত শামসুল হুদা বলেন, বিষয়টি প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেল সুপার জাকির হোসেন জানান, কারাগারে ভারতের প্রায় ১০ জন বন্দী তাদের বাড়ির ঠিকানা বলতে পারেন না। পরে তার দেয়া তালিকা ধরে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে রামদেব মাহাতোর বাড়ির ঠিকানা পাওয়া যায়। এবং গ্রামের গ্রাম পঞ্চায়েত লাল বাচ্চা যাদবের সঙ্গে যোগাযোগ করে সহায়তা চাই এবং ছবি পাঠাই ।

পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় রামদেব মাহাতোর পরিবারকে খুঁজে পাই। বিষয়টি বাংলাদেশ ঢাকাস্থ ভারতীয় দূতাবাসকে প্রয়োজনীয় সব ডকুমেন্টসহ ইমেইল পাঠানো হয়। কাগজপত্র যাচাই বাছাই শেষে ঢাকাস্থ্য ভারতীয় দূতাবাস মন্ত্রণালয়ের কাগজ আদান-প্রদানের প্রায় ছয় মাস পর আজকে মাহাতোকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত