আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শেরপুরে বিদেশি মদসহ তিন মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুরে বিদেশি মদসহ তিন মাদক কারবারি আটক

শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৩০১ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন— মো. মিনাল মিয়া (৩২) মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. নুরুল আমিন (৩৪)। তাদের সবার বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায়।

র‌্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর-বকশীগঞ্জ সড়কের মোকছেদপুর নয়াপাড়া নন্দীর বাজার টু বকশীগঞ্জগামী পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। পরে রাত সাড়ে ৮টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকের ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। র‌্যাব সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন। আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৩০১ বোতল বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। এছাড়া মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করার পাশাপাশি তাদের কাছ থেকে নগদ ৯৬ হাজার ৮০৫ টাকা এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...