চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে আহত দুই ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০০: ৫১

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুরে বিএনপির দু’গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ফতেপুর ইউনিয়নে মারকইল সাহাপুকুর মহল্লার নওসেদ আলীর দুই ছেলে মিলন (৬০) ও আলম (৫৫)। তারা বিএনপি নেতা ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়নপ্রত্যাশী আব্দুস সালাম তুহিনের সমর্থক ছিলেন বলে জানা গেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের ছোট ভাই ইয়াসিন আলী।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও সাবেক এমপি আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় তিন দিন আগে আমিনুল ইসলামের সমর্থক তরিকুল, কামরুল ও শফিকুলকে মারধর করেন তুহিনপন্থীরা। এর জের ধরে মঙ্গলবার সকালে পাল্টা হামলা চালায় আমিনুল ইসলামের অনুসারীরা।

এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গুরুতর আহত ৮ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় মিলন ও আলম মারা যান।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ভাই মারা গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, পুলিশের পক্ষ থেকে সংঘর্ষকে বিএনপির দু’গ্রুপের রাজনৈতিক দ্বন্দ্বের ফলাফল বলা হলেও, সংশ্লিষ্ট দু’পক্ষের নেতারা দাবি করেছেন—ঘটনাটি মূলত স্থানীয় আধিপত্য ও জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত