ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মিজানুর রহমান।
বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ -২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী জাকির মুন্সির কাছ থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এসময় তার সাথে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের জামায়াতের নির্বাচন পরিচালক ইয়াহিয়া খালিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, সাবেক চেয়ারম্যান শাহ আলম, গোমস্তাপুর উপজেলা জামায়াতে ইসলামের আমির ইমামুল হুদা, রহনপুর পৌর আমির মনিরুজ্জামান, নাচোল উপজেলা জামাতের আমির ভোলা টু উপজেলা জামাতের আমি শামসুজ্জামান।
মনোনয়ন ফরম সংগ্রহের পর গণমাধ্যমকে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়ন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। তিনি জনগণের কাছে সমর্থন, দোয়া ও সহযোগিতা কামনা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

