বগুড়ায় বিএনপির ৩৩ নেতাকর্মী জামায়াতে যোগদান

স্টাফ রিপোর্টার, বগুড়া
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১১: ৫৩

বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রায় ৩৩ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন বলে উপজেলা জামায়াতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড রায়পুর কুস্তা ফুলবাড়ি মাঠে ওয়ার্ড জামায়াতের আয়োজিত অনুষ্ঠানে তারা দলবদল করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড.মোস্তফা ফয়সাল পারভেজ।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াত বগুড়া জেলা শাখার সহ-সেক্রেটারি মো. মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু।

নন্দীগ্রাম উপজেলার আমির মাওলানা মো. আব্দুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ সদ্য যোগদানকারী নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, জামায়াতের দরজা দেশপ্রেমিক এবং ইসলামপ্রিয় মানুষের জন্য সবসময় খোলা। আমরা বিশ্বাস করি, এই যোগদানের মাধ্যমে নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের ভিত্তি আরো মজবুত হলো।

বিএনপি থেকে জামায়াতে যোগ দেয়া কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, ভাটগ্রাম ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন, ইউপি সদস্য আব্দুর রহিম, বিএনপি নেতা গোলাম রব্বানী, আলম রেজা, ইউসুফ আলী মো. বদিউজ্জামান, আতাউর রহমান, মোরশেদুল ইসলাম, শাকিল আহমেদ, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, সেকেন্দার আলী, আব্দুল হাকিম, শাহিন হাসান, আব্দুল আলিম খোরশেদ মোস্তাকসহ মোট ৩৩ জন বিএনপির নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করা হয়।

এদিকে এই যোগদানের আগে শাজাহাপুর উপজেলাতেও কয়েকজন বিএনপি নেতাকর্মীরা জামায়াতে যোগদান করেছে।

বিষয়টি নিয়ে বিএনপি নেতা-কর্মী কেন দলছাড়া হচ্ছে তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন তৃনমুল পর্যায়ের সাধারণ কর্মীরা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত