আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শেরপুরে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ১

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

শেরপুরে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ১
ছবি: আমার দেশ

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় পবিত্র নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের শালফা ভস্তা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার আরও এক যাত্রী আহত হয়েছেন। নিহত পবিত্র ধুনট উপজেলার মালিপাড়া এলাকার মৃত জীতেন চন্দ্রের ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রী পবিত্র (৩৫) প্রতিদিনের মতো আজ মঙ্গলবার সকালে ধুনট থেকে শেরপুর মাছের আড়তে মাছ কিনতে যাচ্ছিলেন। এ সময় সালফা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই পবিত্র মারা যান। এক মাছ ব্যবসায়ী জিল্লুর রহমান বলেন, ‘পবিত্র প্রতিদিন সকালে আমাদের আড়তে এসে মাছ কিনে নিয়ে ধুনটে বিক্রি করতেন। আজ কুয়াশার কারণে ট্রাকটি দেখা যায়নি, মুহূর্তেই সব শেষ হয়ে গেল।’

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত অন্য যাত্রীকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে, ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন