আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাতে শালিস, ভোরে মিলল অটোচালকের ঝুলন্ত লাশ

উপজেলা প্রতিনিধি, (রায়গঞ্জ) সিরাজগঞ্জ

রাতে শালিস, ভোরে মিলল অটোচালকের ঝুলন্ত লাশ
ঘরে মিলল অটোচালকের ঝুলন্ত লাশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে রাতের শালিসের পর সকালে এক অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

শুক্রবার সকালে ঘুড়কা ইউনিয়নের কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে। সাইফুল ইসলাম (৩২) কালিকাপুর পূর্বপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পারিবারিক একটি বিষয় নিয়ে শালিস বসে। শালিস শেষে বাসায় ফিরে সাইফুল মানসিকভাবে ভেঙে পড়েন। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

সলঙ্গা থানার পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ওসি হুমায়ুন কবির বলেন, রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। রায়গঞ্জ সার্কেলের এএসপি সাইফুল ইসলাম জানান, শালিসের পর কোনো চাপ বা নির্যাতন ছিল কি না—সব দিকেই তদন্ত চলছে।

ঘটনাটি এলাকায় শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...