সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুলে যাওয়ার পথে মাটিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় সাবিনা খাতুন (৪২) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) সকালে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাবিনা খাতুন শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি চিনাধুকুরিয়া গ্রামের সোলাইমান সরকারের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাবিনা খাতুন ব্যাটারিচালিত অটোভ্যানযোগে স্কুলে আসছিলেন। তিনি বকুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মাটিবাহী ড্রাম ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাবিনা খাতুনের মৃত্যু হয়।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

