আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া

সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দির কর্ণিবাড়ী ইউনিয়নের মথুরাপাড়ায় যমুনা নদীর তীরে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার বিকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের কাজিপুর থানার মেঘায় বড়ইতলীর মৃত কার্তিক হালদারের ছেলে মনমত হালদার (৪৫) এবং সবুজ হালদার (৩২)।

বিজ্ঞাপন

জানা গেছে, যমুনা নদীতে মাছ ধরে দেবডাঙ্গা মাছ বাজার আড়তে বিক্রি করেন দুই ভাই। বিকালের দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি দেখে আড়তের নিচে ঘাটে নৌকা বাঁধার জন্য নিয়ে যান তারা। এ সময় বজ্রপাতে নৌকার ওপর দাঁড়ানো অবস্থা থেকে পাশে পানিতে পড়ে যান। আড়তের লোকজন তাদের পড়ে যেতে দেখে কাছে গিয়ে মৃত অবস্থায় দেখতে পান।

সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান, বিধিমোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন