নেশার টাকার জন্য দাদাকে হত্যা করে থানায় আত্মসমর্পণ

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৬: ১৮

বগুড়ার শেরপুরে নেশার টাকা না পেয়ে আপন দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার পর নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছে নাতি।

বিজ্ঞাপন

রোববার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে ভবানীপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে।

নিহত সাবান আলী ফকির (৬৫) ভবানীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত নবির আলী ফকিরের ছেলে। অভিযুক্ত নাতির নাম আশিক হোসেন রানা (২৬) বাবার নাম আবু সাইদ সাইফুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত নাতি আশিক হোসেন ওরফে রানা দীর্ঘদিন ধরেই নেশার জন্য পরিবারের কাছে টাকা চাইত। ঘটনার দিন সকালে দাদা সাবান আলী ফকিরের কাছে টাকা চায় নাতি। টাকা দিতে অস্বীকার করায় আশিক ক্ষিপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে রাস্তায় একা পেয়ে আশিক হোসেন ওরফে রানা লাঠি দিয়ে তার আপন দাদা সাবান আলী ফকিরের মাথায় আঘাত করে। এতে সাবান আলী ফকিরের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দাদাকে হত্যার পর অভিযুক্ত নাতি আশিক হোসেন রানা পালিয়ে না গিয়ে নিজেই শেরপুর থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

পুলিশ জানান অভিযুক্ত আশিক হোসেন রানা নেশা করতে করতে ভারসাম্যহীন হয়ে পড়েছে এবং পারিবারিক বিষয়কে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটিয়েছে।

শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দীন বলেন, অভিযুক্তকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত