সবুর শাহ্ লোটাস, বগুড়া
ঈদের ছুটি চলছে। বাংলাদেশের প্রথম স্বৈরাচার মুক্ত ঈদে বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া মানুষের ভিড় বেড়েছে। এবারে ঈদে পছন্দের অন্যতম গন্তব্য ছিলো ‘মমইন ইকো পার্ক’ ও ‘ওয়াটার ওয়ার্ল্ড’, ‘বগুড়া পৌরপার্ক’, ‘বেহুল লখিন্দর’ (ম্যার) মঠ, ‘মহাস্থান মাজার’, ‘মহাস্থানগড়’। ঈদের তৃতীয় দিনেও এসব স্পর্টগুলোতে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীদের ভিড় লক্ষ করা গেছে।
উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র হিসেবে বগুড়ার পরিচয় থাকলেও এখনো এই শহরে নেই উল্লেখযোগ্য বিনোদন কেন্দ্র। শহরের মাঝে কিছু পার্ক থাকলেও তা অপ্রতুল। তবে অনেক কিছু না থাকার মাঝেও বগুড়ায় এবার ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেছে মমইনের ওয়াটার ওয়ার্ল্ড ও ইকোপার্ক। শারিয়াকান্দি প্রেম যমুনার ঘাট ছাড়াও সোনাতলার জোড়গাছায় ব্রিজের নিচে কৃত্রিম পানির শ্রোতে গা ভাসাতে মানুষজন ছুটছে। এছাড়া হোটেল নাজ গার্ডেন, সান্তাহার শখের পল্লীতে মানুষ ছুটছে ছুটি উপভোগে। শহবের সাতমাথায় বসেছে। শিশুদের খোলার সামগ্রী বিক্রি। রাস্তার মোড়ে মোড়ে চলছে খাবার সুসজ্জিত দোকান।
ওয়াটার ওয়ার্ল্ডের সুইমিং পুলে আনন্দে মেতে উঠেছিলো ছোট বড় সকল বয়সী মানুষ। এখানকার বিভিন্ন রাইড উপভোগ করেছে শিশুরা। এছাড়াও ছিল লেকে বোটিং এর ব্যবস্থা।
এছাড়া, মমইন ইকো পার্কটিতে আছে বিভিন্ন পশুপাখির কৃত্রিম ম্যুরাল। রয়েছে নানা খাবারের পসরা। হাজারো বৃক্ষের নির্মল বাতাসে প্রশান্তির স্থান হয়ে উঠেছে এই পার্ক। যেখানে শুধু বগুড়া নয় দূরদূরান্ত থেকে ভিড় করছে হাজার হাজার পর্যটক।
মমইন হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান হোসনে আরা বেগম জানালেন, শিগগিরই এই পার্কে সংযুক্ত হতে যাচ্ছে ক্যাবল কারসহ আরও কিছু আকর্ষণীয় রাইডস। যা বিনোদন পিপাসুদের আগ্রহ মেটাচ্ছে। এ ছাড়া মহাস্থান, গকুল, কাহালু, শেরপুর, সারিয়াকান্দী, সাবগ্রাম, শিবগঞ্জ, সান্তাহারের বিনোদন কেন্দ্রে ছুটছেন অনেকে। যারা দূরে যেতে চান না তারা সাতমাথায় ভিড় করছেন ফুচকা দোকান গুলোয়। ঘরতে আাসা মোমিন, জামিল, তাদের শিশুদের উপভোগ করেছেন দিনমান। তবে অটোভাড়া বেশি নিচ্ছে এবং অন্যান্য খরচও বেড়েছে জাবায়।
ঈদের ছুটি চলছে। বাংলাদেশের প্রথম স্বৈরাচার মুক্ত ঈদে বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া মানুষের ভিড় বেড়েছে। এবারে ঈদে পছন্দের অন্যতম গন্তব্য ছিলো ‘মমইন ইকো পার্ক’ ও ‘ওয়াটার ওয়ার্ল্ড’, ‘বগুড়া পৌরপার্ক’, ‘বেহুল লখিন্দর’ (ম্যার) মঠ, ‘মহাস্থান মাজার’, ‘মহাস্থানগড়’। ঈদের তৃতীয় দিনেও এসব স্পর্টগুলোতে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীদের ভিড় লক্ষ করা গেছে।
উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র হিসেবে বগুড়ার পরিচয় থাকলেও এখনো এই শহরে নেই উল্লেখযোগ্য বিনোদন কেন্দ্র। শহরের মাঝে কিছু পার্ক থাকলেও তা অপ্রতুল। তবে অনেক কিছু না থাকার মাঝেও বগুড়ায় এবার ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেছে মমইনের ওয়াটার ওয়ার্ল্ড ও ইকোপার্ক। শারিয়াকান্দি প্রেম যমুনার ঘাট ছাড়াও সোনাতলার জোড়গাছায় ব্রিজের নিচে কৃত্রিম পানির শ্রোতে গা ভাসাতে মানুষজন ছুটছে। এছাড়া হোটেল নাজ গার্ডেন, সান্তাহার শখের পল্লীতে মানুষ ছুটছে ছুটি উপভোগে। শহবের সাতমাথায় বসেছে। শিশুদের খোলার সামগ্রী বিক্রি। রাস্তার মোড়ে মোড়ে চলছে খাবার সুসজ্জিত দোকান।
ওয়াটার ওয়ার্ল্ডের সুইমিং পুলে আনন্দে মেতে উঠেছিলো ছোট বড় সকল বয়সী মানুষ। এখানকার বিভিন্ন রাইড উপভোগ করেছে শিশুরা। এছাড়াও ছিল লেকে বোটিং এর ব্যবস্থা।
এছাড়া, মমইন ইকো পার্কটিতে আছে বিভিন্ন পশুপাখির কৃত্রিম ম্যুরাল। রয়েছে নানা খাবারের পসরা। হাজারো বৃক্ষের নির্মল বাতাসে প্রশান্তির স্থান হয়ে উঠেছে এই পার্ক। যেখানে শুধু বগুড়া নয় দূরদূরান্ত থেকে ভিড় করছে হাজার হাজার পর্যটক।
মমইন হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান হোসনে আরা বেগম জানালেন, শিগগিরই এই পার্কে সংযুক্ত হতে যাচ্ছে ক্যাবল কারসহ আরও কিছু আকর্ষণীয় রাইডস। যা বিনোদন পিপাসুদের আগ্রহ মেটাচ্ছে। এ ছাড়া মহাস্থান, গকুল, কাহালু, শেরপুর, সারিয়াকান্দী, সাবগ্রাম, শিবগঞ্জ, সান্তাহারের বিনোদন কেন্দ্রে ছুটছেন অনেকে। যারা দূরে যেতে চান না তারা সাতমাথায় ভিড় করছেন ফুচকা দোকান গুলোয়। ঘরতে আাসা মোমিন, জামিল, তাদের শিশুদের উপভোগ করেছেন দিনমান। তবে অটোভাড়া বেশি নিচ্ছে এবং অন্যান্য খরচও বেড়েছে জাবায়।
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে