ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীরা যাতে পালিয়ে যেতে না পারে সে জন্য চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে কড়া নজরদারি শুরু করেছে বিজিবি। শনিবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দরসহ পুরো সীমান্ত এলাকাজুড়েই বাড়ানো হয়েছে বিজিবির তৎপরতা। চাঁপাইনবাবগঞ্জের ৫৯ ও ৫৩ বিজিবি ব্যাটালিয়নের দুই অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবির কর্মকর্তারা বলেন, সীমান্ত অভিমুখে সড়কগুলোতে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে বাস-ট্রাক, মোটরসাইকেলসহ ছোট-বড় সব ধরনের যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সীমান্ত এলাকার সব বিওপিতে অতিরিক্ত বিশেষ টহল মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রতিদিন নির্ধারিত টহলের বাইরে উল্লেখযোগ্যসংখ্যক বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়। এছাড়া কোন অপরাধী যেন দেশত্যাগ অথবা আসতে না পারে সেদিকে কঠোর নজর রাখা হচ্ছে।
এছাড়া যেসব এলাকা দিয়ে সম্ভাব্য ক্রসিং ও রিক্রসিংয়ের ঝুঁকি রয়েছে, সেসব গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করে নিবিড় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। স্থানীয় জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এসব কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ৫৯ এবং ৫৩ বিজিবির অধিনায়ক জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আমরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছি। ভবিষ্যতেও এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় যেকোনো সন্দেহজনক তৎপরতা নজরে এলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

