বদরগঞ্জে কোরআন অবমাননায় আটক ১

রংপুর অফিস
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ২১: ৩৯
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ২১: ৪৬

রংপুরের বদরগঞ্জে কোরআন শরিফ অবমাননার দায়ে রাজস্ব রায় (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ২৮ জুলাই তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে পৌরশহরের পকিহানা গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বদরগঞ্জ পৌর শহরের বাজারে রুবেল দাসের পানের দোকানের সামনে পবিত্র কোরআনকে নিয়ে কুমন্তব্য করেন রাজস্ব রায়। সেখানে প্রতিবাদ করেন একই এলাকার বাসিন্দা কামরুজ্জামান। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে বদরগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ রাজস্ব রায়কে আটক করে থানায় নিয়ে যায়।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম আতিকুর রহমান আমার দেশকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে রাজস্ব রায় নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছিল। সোমবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত