লালমনিরহাট- ৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে লালমনিরহাটের উন্নয়নের দিকে নজর দিব। বিএনপি ক্ষমতায় আসলে কারো বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা করা হবে কিনা এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, মিথ্যা মামলার জন্য বিগত দিনে ফ্যাসিবাদের সঙ্গে লড়াই সংগ্রাম করেছি ।
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অপরিহার্য।
মতবিনিময় সভায় তিনি বিএনপির রাজনৈতিক অবস্থান, নির্বাচনকালীন কর্মসূচি এবং জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি দলীয় কার্যক্রম পরিচালনায় যেকোনো প্রতিবন্ধকতা দূর করতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
এ সময় প্রেসক্লাব লালমনিরহাটের আহ্বায়ক দিনকাল পত্রিকার স্টাফ রিপোটার ও সিনিয়র সাংবাদিক এস এম গোলাম মোস্তফাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

