ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনে শনিবার যাচাই-বাছাই শেষে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তাদের মধ্যে সবচেয়ে আলোচনায় আছেন বিএনপির প্রার্থী আখতারুজ্জামান মিয়া ও জামায়াতের প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা।
প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, আয়-ব্যয়, স্থাবর ও অস্থাবর সম্পদ, পেশাগত পরিচয়, ব্যক্তিগত তথ্য এবং মামলার সংখ্যা ও বিচারিক অবস্থানের ক্ষেত্রে প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য আছে।
হলফনামায় বিএনপি প্রার্থী আখতারুজ্জামান পেশা দেখিয়েছেন ব্যবসা। তার শিক্ষাগত যোগ্যতা বি.কম (অনার্স)। তিনি বার্ষিক আয় উল্লেখ করেছেন ১৫ লাখ টাকা। স্থাবর সম্পদের দাম দেখিয়েছেন সাড়ে ৮ লাখ টাকা। আর অস্থাবর সম্পদ হিসেবে নিজের নামে ৪০ লাখ টাকা এবং স্ত্রীর নামে ২ লাখ টাকা নগদ অর্থ থাকার তথ্য দিয়েছেন। একই সঙ্গে স্ত্রীর নামে ৭ ভরি স্বর্ণালংকারের তথ্য উল্লেখ থাকলেও এর বাজারমূল্য নির্ধারণ করা হয়নি।
এ ছাড়া হলফনামা অনুযায়ী তার বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলার তথ্য আছে, এর মধ্যে একটি জিআর মামলা বর্তমানে চলমান। একটি মামলার ক্ষেত্রে নথিজাত অবস্থার কথা উল্লেখ করা হয়েছে। অপর একটি মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন বলে দাবি করেছেন। এ ছাড়া নির্বাচন কমিশন-সংক্রান্ত একটি মামলায় তার আপিল আবেদন নামঞ্জুর হয়েছে বলে হলফনামায় তথ্য দেওয়া হয়েছে।
অন্যদিকে জামায়াত প্রার্থী আফতাব উদ্দিন হলফনামায় শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস উল্লেখ করেছেন। মুখ্য পেশা ব্যবসা দেখানো এই প্রার্থীর ঘোষিত তথ্যমতে, কৃষি খাত থেকে বার্ষিক আয় ৫০ হাজার টাকা, ব্যবসা খাত থেকে ৩ লাখ ৮৫ হাজার টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রক্ষিত আমানত থেকে আয় ১৩ হাজার টাকা। এ তিনটি খাত মিলিয়ে তার মোট বার্ষিক আয় দাঁড়ায় সাড়ে ৪ লাখ টাকা।
অস্থাবর সম্পদের অংশে তার নামে নগদ সাড়ে ৫ লাখ টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা করা অর্থ ১ লাখ টাকা দেখানো হয়েছে। স্থাবর সম্পদের ক্ষেত্রে সব মিলিয়ে নিজের নামে ১৬ লাখ টাকা এবং স্ত্রীর নামে ৮ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
আয়কর নথি অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে তিনি সম্পদ দেখিয়েছেন ৩১ লাখ টাকা। এছাড়া হলফনামা অনুযায়ী তার বিরুদ্ধে ২৬টি মামলার তথ্য উল্লেখ আছে। এর মধ্যে ৭টি মামলা বর্তমানে বিচারাধীন এবং ১৯টি মামলায় তিনি খালাস পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। মামলাগুলোর বড় একটি অংশ রাজনৈতিক প্রেক্ষাপটে দায়ের হয়েছিল বলে আমার দেশকে জানিয়েছেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

