সাঘাটায় পুলিশকে ছুরিকাঘাত করা যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, (সাঘাটা) গাইবান্ধা
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১৫: ২৮

গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে পুলিশকে ছুরিকাঘাত করে পালাতে গিয়ে পুকুরে ঝাঁপিয়ে পড়া যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১০ ঘণ্টা খোঁজাখুঁজির পর আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিজ্ঞাপন

আহত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিনকে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে । বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০টার পর থানার ভিতরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নীরবতায় এক অজ্ঞাত যুবক হঠাৎ থানার ভেতরে প্রবেশ করে দায়িত্বে থাকা এএসআই মহসিনের ওপর ছুরি নিয়ে নিয়ে হামলে পরে। ওই পুলিশ সদস্য ছুরিকাঘাতে আহত হয়ে চিৎকার করলে থানা চত্বরে থাকা অন্যান্য পুলিশ সদস্য ও স্থানীয়রা দ্রুত ছুটে আসেন। ধাওয়া খেয়ে হামলাকারী দৌড়ে পালিয়ে সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে লাফিয়ে পড়ে আত্মগোপন করে। পুকুরটি কচুরিপানায় ভর্তি থাকায় হামলাকারীকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় শত শত মানুষ পুকুর ও আশপাশের এলাকায় তাকে খুঁজতে থাকে। রাত ২টা পর্যন্ত চেষ্টা চালিয়েও তাকে আটক করা যায়নি। ঘটনার ১০ ঘণ্টা পর দুপুর বারোটার দিকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

তার পকেটে থাকা গাইবান্ধা খোলাহাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) প্রবেশপত্র থেকে জানা যায়, সে গাইবান্ধা বাগুরিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে সিজু মিয়া।

সাঘাটা থানার ওসি বাদশা আলম জানান, ওই যুবক থানায় এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়ে পাশের এক পুকুরে ঝাঁপ দেয়। সাঁতার না জানার কারণে তার মৃত্যু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম ও গাইবান্ধা পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত