সৈয়দপুরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ২০: ২২

নীলফামারীর সৈয়দপুরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮ জন শিক্ষার্থী অংশ নেয়।

কর্মশালায় প্রথম স্থান লাভ করে সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজ। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ এবং সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ।

বিজ্ঞাপন

বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন সৈয়দপুর উপজেলা প্রকৌশলী আলী রেজা রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামানিক। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরন্নাহার শাহজাদী প্রমুখ।

গোটা অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা বলেন, আগামীর সম্ভাবনায় বাংলাদেশ গড়তে তরুণদের মেধা, প্রজ্ঞাকে কাজে লাগাতে হবে। বিশেষ করে তরুণদের মাদক নির্মূল ও প্রযুক্তির অপব্যবহার রোধের পাশাপাশি অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে বলে তার প্রত্যাশা ব্যক্ত করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত