
প্রতিনিধি, বেরোবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. শামীম হোসেনের বিরুদ্ধে ৩১ পৃষ্ঠার একটি যৌন নির্যাতনের অভিযোগপত্র জমা দিয়েছে একই বিভাগের এক নারী শিক্ষার্থী।
রোববার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ঐ নারী শিক্ষার্থীর অভিযোগপত্র বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ছাত্র পরামর্শ দপ্তরে জামা দিয়েছেন। এর আগেও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় প্রধান বরাবর আর একটি অভিযোগ পত্র জমা দেন। সেখানে তারা ওই শিক্ষকের ক্লাস পরীক্ষাসহ সকল ধরনের কাজ থেকে বিরতসহ যৌন হয়রানির কথা উল্লেখ করেন।
উক্ত অভিযোগপত্রে ভুক্তভোগী নারী শিক্ষার্থী উল্লেখ করে বলেন, খারাপ ইঙ্গিত করা, কুপ্রস্তাব, খারাপ টার্চ করাসহ একাধিক অভিযোগ করেন ওই শিক্ষকের বিরুদ্ধে।
অভিযোগের বিষয়ে জানার জন্য অভিযুক্ত ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে শিক্ষক, সহকারী অধ্যাপক মো. শামীম হোসেনকে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এই বিষয়ে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমরা গত বৃহস্পতিবার একটি অভিযোগপত্র পেয়েছি। সেখানে তারা অভিযুক্ত শিক্ষকের সকল ধরনের ক্লাস, পরীক্ষা না করার জন্য বলেছে। এই বিষয়ে বিভাগে জরুরি মিটিং করেছি। সেখানে কিছু নারী শিক্ষার্থী গুরুতর অভিযোগ করেছেন। পুনরায় আমরা মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত নিব।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, আমরা অভিযোগ পত্রটি পেয়েছি। এটা যৌন হয়রানি অভিযোগ বিষয়ক সেলে সিলগালা করে পাঠিয়ে দেয়া হয়েছে। পরবর্তী মিটিং করে সিদ্ধান্ত নেয়া হবে।
যৌন হয়রানির অভিযোগ বিষয়ক বিশেষ সেলের সদস্য সচিব ড. মো. ইলিয়াস প্রামাণিক বলেন, আমাদের কাছে একটি অভিযোগপত্র এসেছে। আমরা অভিযোগপত্রের আলোকে দেশের আইন অনুযায়ী যে শাস্তি হবে তার ব্যবস্থা গ্রহণ করব।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. শামীম হোসেনের বিরুদ্ধে ৩১ পৃষ্ঠার একটি যৌন নির্যাতনের অভিযোগপত্র জমা দিয়েছে একই বিভাগের এক নারী শিক্ষার্থী।
রোববার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ঐ নারী শিক্ষার্থীর অভিযোগপত্র বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ছাত্র পরামর্শ দপ্তরে জামা দিয়েছেন। এর আগেও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় প্রধান বরাবর আর একটি অভিযোগ পত্র জমা দেন। সেখানে তারা ওই শিক্ষকের ক্লাস পরীক্ষাসহ সকল ধরনের কাজ থেকে বিরতসহ যৌন হয়রানির কথা উল্লেখ করেন।
উক্ত অভিযোগপত্রে ভুক্তভোগী নারী শিক্ষার্থী উল্লেখ করে বলেন, খারাপ ইঙ্গিত করা, কুপ্রস্তাব, খারাপ টার্চ করাসহ একাধিক অভিযোগ করেন ওই শিক্ষকের বিরুদ্ধে।
অভিযোগের বিষয়ে জানার জন্য অভিযুক্ত ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে শিক্ষক, সহকারী অধ্যাপক মো. শামীম হোসেনকে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এই বিষয়ে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমরা গত বৃহস্পতিবার একটি অভিযোগপত্র পেয়েছি। সেখানে তারা অভিযুক্ত শিক্ষকের সকল ধরনের ক্লাস, পরীক্ষা না করার জন্য বলেছে। এই বিষয়ে বিভাগে জরুরি মিটিং করেছি। সেখানে কিছু নারী শিক্ষার্থী গুরুতর অভিযোগ করেছেন। পুনরায় আমরা মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত নিব।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, আমরা অভিযোগ পত্রটি পেয়েছি। এটা যৌন হয়রানি অভিযোগ বিষয়ক সেলে সিলগালা করে পাঠিয়ে দেয়া হয়েছে। পরবর্তী মিটিং করে সিদ্ধান্ত নেয়া হবে।
যৌন হয়রানির অভিযোগ বিষয়ক বিশেষ সেলের সদস্য সচিব ড. মো. ইলিয়াস প্রামাণিক বলেন, আমাদের কাছে একটি অভিযোগপত্র এসেছে। আমরা অভিযোগপত্রের আলোকে দেশের আইন অনুযায়ী যে শাস্তি হবে তার ব্যবস্থা গ্রহণ করব।

দিনাজপুরের নবাবগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫টি দোকান থেকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
১২ মিনিট আগে
প্রকাশ্যে ঘুরে বেড়ানো আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর খোঁজ নিয়েছে আমার দেশ -এর এই প্রতিবেদক। যাদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জুলাই আগস্টে ছাত্র হত্যা মামলার আসামি শামসুল ইসলাম। অপারেশন ডেভিল হান্ট অভিযানে যাকে চলতি বছরের ২ মার্চ চট্টগ্রাম চকবাজার চট্টেশ্বরী এলাকা
২৬ মিনিট আগে
আশ্বিন ও কার্তিক মাস জুড়ে নীলফামারীর কিশোরগঞ্জে চলছে আগাম ধান কাটা-মাড়াই ও আলুসহ শীতকালীন হরেক সবজি বুননের কর্মযজ্ঞ। অথচ আগে এই সময়ে গ্রামের ক্ষেত মজুররা কাজ বিহীন অবস্থায় খাদ্যাভাবে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করত।
২৬ মিনিট আগে
প্রধান অতিথির বক্তব্য বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আজ শুধু বাংলাদেশের কৃষি উন্নয়নে নয়, বরং দক্ষিণ এশিয়ার জ্ঞানভিত্তিক কৃষি বিপ্লবের অগ্রযাত্রায় নেতৃত্ব দিতে চলেছে।
৪৩ মিনিট আগে