নবাবগঞ্জে ভোক্তা আইনে ২৬ হাজার টাকা জরিমানা আদায়

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১৭: ২২

দিনাজপুরের নবাবগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫টি দোকান থেকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান উপজেলা সদরে মহসিন স্টোরে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এসময় দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী-পরিচালক মো. বোরহান উদ্দিন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য অফিসার মো. মোকছেদুল মোমিন উপস্থিত ছিলেন।

এরপর সহকারী পরিচালক উপজেলার দাউদপুর বাজারের ৩ টি খাবার দোকান ও একটি ঔষধের দোকান থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। খাদ্যে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে এসব জরিমানা আদায় করা হয়।

সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন জানান এরকম অভিযান অব্যাহত থাকবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত