বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ৯

উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম)
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১৯: ৩৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একপক্ষ মামলা করেছেন বলে থানা সূত্র নিশ্চিত করে।

সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর আহত ইউনিয়ন ছাত্রদলের আরিফুল ইসলাম আরিফকে ঢাকায় নেওয়া হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রনি, বিএনপির সাবেক সভাপতি মজিবর সরকার, খাইরুল ইসলাম, ফজু মেম্বার এবং জাকির হোসেনকে।

বিজ্ঞাপন

রায়গঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মণ্ডল হাতে ছুরিকাঘাতে আহত হয়ে প্রাণভয়ে নিজ বাসায় চিকিৎসা নিয়েছেন। আর পায়ের রগ কেটে ফেলায় আরিফকে নেওয়া হয়েছে ঢাকায়।

নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম জানান, গত ২৪ আগস্ট উপজেলার নুনখাওয়া ইউনিয়নে কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সাইফুর রহমান রানার কর্মসূচিতে আওয়ামী ফ্যাসিস্ট ও দোসরদের স্থান দেওয়া হয়েছে।

এমন অভিযোগ করে প্রতিবাদ করেন ইউপি যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রনি ও ছাত্রদলের আরিফ। তখন তাদের ওপর চড়াও হন রায়গঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মণ্ডল।

এর জেরে গত বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ ইউনিয়ন চেয়ারম্যানের বাসার সামনে যুবদলের রবিউল ইসলাম রনি, ছাত্রদলের আরিফুল ইসলাম আরিফ ও খায়রুলের ওপর অতর্কিত হামলা করে চেয়ারম্যান ও তার বাহিনী। এ খবর শুনে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবর রহমান সরকার, ফজু মেম্বার ও জাকির হোসেন হোসেন ছুটে এলে তাদেরকেও রড ও লাঠি দিয়ে উপর্যুপরি আঘাতে মাথা থেঁতলে দেওয়া হয়। ধারালো অস্ত্রে আরিফের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বেলা এগারোটায় রায়গঞ্জের কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন চেয়ারম্যান দীপ মণ্ডলের সমর্থকরা। মানববন্ধনে রায়গঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মণ্ডল অভিযোগ করে বলেন, মাদকদ্রব্য কেনাবেচা বন্ধ ও অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় তার ওপর হামলা করা হয়েছে। প্রাণনাশের চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত