
হাসান উল আজিজ, লালমনিরহাট

লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে স্থানীয় বিএনপি নেতাদের অভ্যন্তরীণ কোন্দল ও বিভক্তি দিন দিন বাড়ছেই। বিপরীতে জামায়াতে ইসলামী দলীয়ভাবে অনেক বেশি সুসংগঠিত বলে মনে করছেন ভোটাররা। আগামী সংসদ নির্বাচনে আসনটিতে এমপি পদে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের পাশাপাশি ভোটারদের মধ্যেও ধোঁয়াশা তৈরি হয়েছে। এমতাবস্থায়, আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী তুলনামূলক শক্ত অবস্থানে রয়েছেন বলে ধারণা করছেন অনেকে।
আগামী নির্বাচনে বিএনপি থেকে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকলেও জামায়াতে ইসলামী অনেক আগেই তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। তাই বিএনপির দলীয় কোন্দল ও বিভক্তির বিপরীতে জামায়াতে ইসলামীকে অনেক বেশি সংগঠিত ভাবছেন স্থানীয় ভোটাররা।
বিএনপির দলীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট-২ আসনে জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও চন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের মধ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশা নিয়ে শক্ত বিরোধ চলছে। তৃণমূল কর্মীদের অভিযোগ, চাচাতো দুই ভাইয়ের (বাবুল-জাহাঙ্গীর) বিরোধের কারণে নড়বড়ে অবস্থানে আছে বিএনপি। এই সুযোগে নির্বাচনি মাঠে কাজ করে যাচ্ছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ফিরোজ হায়দার লাভলু।
আসনটিতে দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সালেহ উদ্দিন আহমেদ হেলালের নাম শোনা গেলেও দীর্ঘদিন ধরে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয়।
বিএনপির কয়েকজন নেতাকর্মী জানান, কালীগঞ্জে বিএনপির চারটি গ্রুপ সক্রিয় আছে। মনোনয়নের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। গ্রুপিংয়ের কারণে দলীয় শৃঙ্খলা ভেঙে পড়েছে। দলগতভাবে বিএনপির নেতাকর্মীরা নানাভাবে বিভক্ত হয়ে পড়েছেন। এছাড়া জুলাই বিপ্লবে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর কালীগঞ্জের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।
এই সুযোগে জামায়াত নেতারা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে যাচ্ছেন। জামায়াতের এমপি প্রার্থী ফিরোজ হায়দার তার দলীয় নেতাকর্মীদের নিয়ে নিয়মিত সভা-সমাবেশ করে যাচ্ছেন। দলটির নেতাকর্মীরা একক প্রার্থীর জন্য প্রচার ও গণসংযোগে ব্যস্ত।
জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল ২০১৮ সালের বিতর্কিত সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে অংশ নিয়ে হেরে যান। আগামী সংসদ নির্বাচনেও তিনি বিএনপির মনোনয়ন পাবেন বলে প্রত্যাশা করছেন। বাবুল বলেন, এতদিন মানুষ তাদের প্রত্যাশিত প্রার্থীকে ভোট দিতে পারেনি। কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। এবার মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে।
এদিকে, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমও এই আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী। সম্প্রতি তাকে নির্বাচনি এলাকায় নেতাকর্মীদের নিয়ে সক্রিয় দেখা যাচ্ছে। ধর্মীয় ও সামাজিক সভা-সমাবেশে যোগ দিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন তিনি।
অন্যদিকে জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. রোকনুজ্জামানও আগামী নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। লালমনিরহাট-২ আসনের অধীন মদাতী, ভোটমারী ও কালীগঞ্জের মানুষ তাকে পরিচ্ছন্ন নেতা হিসেবে চেনেন বলে জানা গেছে।
লালমনিরহাট-২ আসনে মোট ভোটার চার লাখ ২৬ হাজার ১৭৯ জন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আসনটিতে জাতীয় পার্টির সাবেক এমপি মজিবুর রহমান পরপর সাতবার এমপি নির্বাচিত হন। কিন্তু ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। এরপর, ২০১৮ সালের বিতর্কিত রাতের ভোটের নির্বাচনেও নুরুজ্জামান এমপি নির্বাচিত হন।
জাতীয় পার্টি সাবেক এমপি মজিবুর রহমানের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল ‘জনতার দল’ নামে একটি রাজনৈতিক দল গঠন করেছেন। বাবার জনপ্রিয়তা কাজে লাগিয়ে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি এলাকায় তিনি গণসংযোগ করে যাচ্ছেন।
এছাড়া ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মুফতি মাহফুজুর রহমান নির্বাচনি এলাকায় প্রচার চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) রাসেল আহমেদকেও আগামী নির্বাচনকেন্দ্রিক গণসংযোগ করতে দেখা গেছে।

লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে স্থানীয় বিএনপি নেতাদের অভ্যন্তরীণ কোন্দল ও বিভক্তি দিন দিন বাড়ছেই। বিপরীতে জামায়াতে ইসলামী দলীয়ভাবে অনেক বেশি সুসংগঠিত বলে মনে করছেন ভোটাররা। আগামী সংসদ নির্বাচনে আসনটিতে এমপি পদে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের পাশাপাশি ভোটারদের মধ্যেও ধোঁয়াশা তৈরি হয়েছে। এমতাবস্থায়, আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী তুলনামূলক শক্ত অবস্থানে রয়েছেন বলে ধারণা করছেন অনেকে।
আগামী নির্বাচনে বিএনপি থেকে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকলেও জামায়াতে ইসলামী অনেক আগেই তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। তাই বিএনপির দলীয় কোন্দল ও বিভক্তির বিপরীতে জামায়াতে ইসলামীকে অনেক বেশি সংগঠিত ভাবছেন স্থানীয় ভোটাররা।
বিএনপির দলীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট-২ আসনে জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও চন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের মধ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশা নিয়ে শক্ত বিরোধ চলছে। তৃণমূল কর্মীদের অভিযোগ, চাচাতো দুই ভাইয়ের (বাবুল-জাহাঙ্গীর) বিরোধের কারণে নড়বড়ে অবস্থানে আছে বিএনপি। এই সুযোগে নির্বাচনি মাঠে কাজ করে যাচ্ছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ফিরোজ হায়দার লাভলু।
আসনটিতে দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সালেহ উদ্দিন আহমেদ হেলালের নাম শোনা গেলেও দীর্ঘদিন ধরে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয়।
বিএনপির কয়েকজন নেতাকর্মী জানান, কালীগঞ্জে বিএনপির চারটি গ্রুপ সক্রিয় আছে। মনোনয়নের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। গ্রুপিংয়ের কারণে দলীয় শৃঙ্খলা ভেঙে পড়েছে। দলগতভাবে বিএনপির নেতাকর্মীরা নানাভাবে বিভক্ত হয়ে পড়েছেন। এছাড়া জুলাই বিপ্লবে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর কালীগঞ্জের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।
এই সুযোগে জামায়াত নেতারা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে যাচ্ছেন। জামায়াতের এমপি প্রার্থী ফিরোজ হায়দার তার দলীয় নেতাকর্মীদের নিয়ে নিয়মিত সভা-সমাবেশ করে যাচ্ছেন। দলটির নেতাকর্মীরা একক প্রার্থীর জন্য প্রচার ও গণসংযোগে ব্যস্ত।
জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল ২০১৮ সালের বিতর্কিত সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে অংশ নিয়ে হেরে যান। আগামী সংসদ নির্বাচনেও তিনি বিএনপির মনোনয়ন পাবেন বলে প্রত্যাশা করছেন। বাবুল বলেন, এতদিন মানুষ তাদের প্রত্যাশিত প্রার্থীকে ভোট দিতে পারেনি। কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। এবার মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে।
এদিকে, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমও এই আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী। সম্প্রতি তাকে নির্বাচনি এলাকায় নেতাকর্মীদের নিয়ে সক্রিয় দেখা যাচ্ছে। ধর্মীয় ও সামাজিক সভা-সমাবেশে যোগ দিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন তিনি।
অন্যদিকে জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. রোকনুজ্জামানও আগামী নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। লালমনিরহাট-২ আসনের অধীন মদাতী, ভোটমারী ও কালীগঞ্জের মানুষ তাকে পরিচ্ছন্ন নেতা হিসেবে চেনেন বলে জানা গেছে।
লালমনিরহাট-২ আসনে মোট ভোটার চার লাখ ২৬ হাজার ১৭৯ জন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আসনটিতে জাতীয় পার্টির সাবেক এমপি মজিবুর রহমান পরপর সাতবার এমপি নির্বাচিত হন। কিন্তু ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। এরপর, ২০১৮ সালের বিতর্কিত রাতের ভোটের নির্বাচনেও নুরুজ্জামান এমপি নির্বাচিত হন।
জাতীয় পার্টি সাবেক এমপি মজিবুর রহমানের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল ‘জনতার দল’ নামে একটি রাজনৈতিক দল গঠন করেছেন। বাবার জনপ্রিয়তা কাজে লাগিয়ে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি এলাকায় তিনি গণসংযোগ করে যাচ্ছেন।
এছাড়া ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মুফতি মাহফুজুর রহমান নির্বাচনি এলাকায় প্রচার চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) রাসেল আহমেদকেও আগামী নির্বাচনকেন্দ্রিক গণসংযোগ করতে দেখা গেছে।

শরীয়তপুরের জাজিরায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের সময় এক চিনির ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ভাঙ্গা–ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা তস্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ
১০ মিনিট আগে
নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে নাশকতা ঠেকাতে বন্দরনগরী চট্টগ্রামে ভোর থেকেই মাঠে নেমেছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও প্লাটফর্মগুলো। এদিন ভোর থেকে নগরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে জায়ায়াত, শিবির, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এনসিপি, জুলাই ঐক্য, আপ বাংলাদেশ
১৫ মিনিট আগে
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন সমবায় সমিতি থেকে আমানতের টাকা ফেরত পেতে গ্রাহকেরা উপজেলা পরিষদ ঘেরাও করে প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। প্রতারিত গ্রাহকেরা দীর্ঘদিন পর আমানতের টাকা ফেরতের দাবিতে নতুন করে আন্দোলন শুরু করেছেন।
১৬ মিনিট আগে
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতার পরিকল্পনা ও অপতৎপরতার অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
২৮ মিনিট আগে