আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংবাদ সম্মেলনে এনসিপি নেতা মামুন

ভারতের এজেন্ডা নিয়ে কাজ করছেন জিএম কাদের

রংপুর অফিস

ভারতের এজেন্ডা নিয়ে কাজ করছেন জিএম কাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক আল মামুন অভিযোগ করেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ‘না’ ভোটের পক্ষে প্রচার চালিয়ে ফ্যাসিবাদের অবস্থান গ্রহণ করছেন এবং প্রতিবেশী দেশ ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন।

মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর জুলাই-৩৬ চত্বরে ‘হ্যাঁ’ ভোটের প্রচারের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

আল মামুন বলেন, জুলাই আন্দোলনের সঙ্গে যারা ছিল, তারা সবাই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। আর যারা জুলাই আন্দোলনের বিরোধিতা করেছে, তারা ‘না’ ভোটের পক্ষে কাজ করছে। আমরা লক্ষ্য করছি, একমাত্র জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের প্রকাশ্যে ‘না’ ভোটের পক্ষে ক্যাম্পিং ও বড় পরিসরে প্রচার চালাচ্ছেন। এর মধ্য দিয়েই তিনি নিজেকে ফ্যাসিবাদের পক্ষে উপস্থাপন করছেন।

তিনি আরো বলেন, জিএম কাদেরের এই অবস্থান দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পরিপন্থী এবং তা পার্শ্ববর্তী দেশ ভারতের এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আল মামুন বলেন, ২০২৪ সালের ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন, তারা সবাই ‘হ্যাঁ’ ভোটের পক্ষেই থাকবেন।

বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলের প্রসঙ্গ তুলে ধরে এনসিপি নেতা বলেন, ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে দেশে ফ্যাসিবাদ আর কখনো ফিরে আসতে পারবে না এবং একক ক্ষমতাতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ থাকবে না। তিনি বলেন, সাধারণ মানুষের গণভোটের মাধ্যমেই ‘হ্যাঁ’ ভোটের বিজয় নিশ্চিত হবে এবং এর মধ্য দিয়েই জুলাই সনদ বাস্তবায়নের পথ সুগম হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এনসিপির মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শান্তি কাদেরী, যুগ্ম আহ্বায়ক শরিফ হোসেন, খলিলুর রহমান, মাহফুজার রহমান, মাহফুজ শাহ, নিয়াজ মোর্শেদ এবং মহানগর যুগ্ম সদস্য সচিব শেখ রেজওয়ান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...