রংপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি, নিহত ১ আহত ১০

রংপুর অফিস
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৯: ৫৫
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৪: ২২

রংপুরে কালবৈশাখী ঝড়ে মারা গেছেন এক পথচারী। শনিবার দিবাগত রাত ১০টা ২০ মিনিট থেকে ১১টা পর্যন্ত এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

বিজ্ঞাপন

জানা যায়, রাত ১০টা ২০ মিনিটে হঠাৎ করে শুরু হয় প্রচণ্ড বাতাস ও ঝড়ো হাওয়া। এ সময় রংপুর নগরীতে প্রচুর ধুলা এবং গ্রামাঞ্চলের গাছের পাতাসহ ময়লা আবর্জনা উঠতে শুরু করে। পথে চলাচলরত লোকজন সড়কের পাশে দোকানসহ বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য ছোটাছুটিতে ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

প্রচণ্ড বাতাসে গাছের ডালপালা ভেঙে মাঠিতে লুটিয়ে পড়ে। প্রায় ১৫ মিনিটের ঝড়ো হাওয়ার পর শুরু হয় শিলা বৃষ্টি। সাথে কালবৈশাখীর ঝড়। থমকে যায় সবকিছুই। মুহূর্তেই বন্ধ হয়ে যায় দোকানপাট। বন্ধ হয়ে যায় বিদ্যুৎ ব্যবস্থা। অন্ধকারে ছেয়ে যায এলাকা। কালবৈশাখীর তাণ্ডবে উপরে পড়ে গাছ গাছালি। উড়ে যায় ঘরের টিনের চালাগুলো। শিলা বৃষ্টিতে উঠতি বোরো ধান, ভুট্টা এবং আমের ব্যাপক ক্ষতি হয়েছে। রাত ১১টার পরেও চলে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার তাণ্ডব। গাছের নিচে রক্ষিত রিকশা ভ্যানসহ নানান প্রকার যানবাহন চাপা পড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

রাত একটার দিকে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের কুমোরগঞ্জ বাজার থেকে বালারহাট যাওয়ার পথে ঝড়ে ক্ষতিগ্রস্ত সড়কে দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান মোস্তফা মারা গেছেন। তিনি মোস্তফা ইউনিয়নের মক্রমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে বলে জানিয়েছেন মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ।

রংপুর আবহাওয়া অফিস কর্মকর্তা আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, এই সময়ে বৃষ্টিপাত হয়েছে ২০ মিলিমিটার। বাতাসের গতিবেগ ছিল ৮ নটিকেল মাইল। বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে এ বিষয়ে রংপুরের ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল আমার দেশকে জানান, রাতের কালবৈশাখীর ঝড়ে বিভিন্ন কয়েকটি উপজেলায় ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে কৃষকদের ধান ভুট্টা ক্ষতি হওয়ার পাশাপাশি কিছু ঘরবাড়ি টিনের চালা উড়ে গেছে। অনেকে আহত হওয়ার খবর জানা গেছে। তবে এখনো ক্ষতিপূরণ নিরূপণ করা সম্ভব হয়নি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত