আগামীর বাংলাদেশ হবে মানবিক ও কল্যাণকর রাষ্ট্র

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১: ১১
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ২৫

নীলফামারী-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, দেশের মানুষ বিগত দিনে বঞ্চনার শিকার হয়েছে। অন্যায়, অত্যাচার, নিপীড়ন, মিথ্যা মামলার শিকার হয়েছে। সেই দিন শেষ হয়েছে। বর্তমানে দেশের সকল মানুষের অধিকার হবে সমান। কোনো ভেদাভেদ থাকবে না। আগামীর বাংলাদেশ হবে মানবিক ও কল্যাণকর একটি রাষ্ট্র।

বিজ্ঞাপন

রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১০টায় কিশোরগঞ্জ সদর ইউনিয়ন দক্ষিণ রাজীব পল্লী শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।

হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, বিগত দিনে আমাদের নেতাকর্মীদের গোয়ালঘর, বাঁশঝাড়, জঙ্গলে ঘুমাতে হয়েছে। কনকনে শীতে খোলা আকাশের নিজে পালিয়ে থাকতে হয়েছে। অন্যায় অত্যাচারসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। নিপীড়ন অত্যাচার করা হয়েছে। আগামীর বাংলাদেশে এ রকম হবে না। আগামীর বাংলাদেশে কেউ ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হবে না।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনার পাড়া, মহল্লা, ঘরে ঘরে গিয়ে প্রচার প্রচারণা শুরু করেন। বসে না থেকে মাঠে নেমে পড়ুন। মানুষের পাশে থাকুন। যেভাবে সাধারণ মানুষের সাড়া পাওয়া যাচ্ছে আগামী নির্বাচনে নীলফামারী-৪ আসনে জামায়াতে ইসলামীর জয়

সুনিশ্চিত ইনশাআল্লাহ।

দক্ষিণ রাজিব ওয়ার্ডের জামায়াতের সভাপতি মাওলানা জুলফিকার রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি শহিদুল ইসলামের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে আরো বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা আমির মো. আব্দুর রশিদ শাহ্, নায়েবে আমির আকতারুজ্জামান বাদল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ, জামায়াত নেতা ওয়ারেজ আলী প্রমুখ।

এর আগে নীলফামারী-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম সকাল হতে বড়ভিটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেলাবর এলাকার দোকানপাট, বাজার ঘাট ও ঘরে ঘরে গিয়ে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে নির্বাচনি গণসংযোগ করেন। গণসংযোগ শেষে রাতে তিনি বড়ভিটায় নির্বাচনি সভায় অংশগ্রহণ করেন।

পরে তিনি রাত ৮টায় বড়ভিটা মধ্যপাড়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে সভায় অংশগ্রহণ করেন। বড়ভিটা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও ওয়ার্ড সভাপতি সাদেকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য উপজেলা আমির মো. আব্দুর রশিদ শাহ্, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম প্রমুখ।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত