পীরগাছায় পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বন্দুক ও গুলি উদ্ধার

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৩: ০৩

রংপুরের পীরগাছায় পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে একটি একনলা বন্দুক ও পাঁচটি গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের রাজবাড়ীর পরিত্যক্ত কাচারি ঘরের কক্ষ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই সফিকুল ইসলাম আকন্দ ও এসআই আব্দুর রাজ্জাক জানতে পারেন যে, পরিত্যক্ত ওই ভবনে মাদক মজুদের পাশাপাশি অস্ত্রও রাখা আছে। এরপর দুটি টহল দল রাত ৪টার দিকে যৌথভাবে অভিযান চালিয়ে একটি ১২ বোরের একনলা বন্দুক ও পাঁচটি কার্তুজ উদ্ধার করে।

বিজ্ঞাপন

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এসআই সফিকুল ইসলাম আকন্দ জানান, “গোপন সূত্রে খবর পেয়ে রাজবাড়ীর পরিত্যক্ত ওই ঘরে অভিযান চালানো হয়। সেখান বন্দুক ও গুলি পাওয়া যায়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। উদ্ধার করা আলামত জব্দ করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে।”

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত