আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেলো নবাবগঞ্জের দুই শিক্ষার্থী

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেলো নবাবগঞ্জের দুই শিক্ষার্থী

বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট’স স্কাউট (রাষ্ট্রপতি পদক)’ অর্জন করেছেন দিনাজপুরের নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী নুর তাসিন এবং হালিমা আক্তার। সম্প্রতি রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে বাংলাদেশ স্কাউটস ন্যাশনাল হেডকোয়ার্টার থেকে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

স্কাউটিংয়ের নৈতিকতা, নেতৃত্ব, শৃঙ্খলা, সমাজসেবা ও মানবিক কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাদের এ মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করা হয়।

বিজ্ঞাপন

নবাবগঞ্জ সরকারি পাইলট হাইস্কুলের স্কাউট ইউনিট লিডার আব্দুল মোন্নাফ আহমেদ বলেন, আমাদের দুই শিক্ষার্থী দেশের সর্বোচ্চ স্কাউট সম্মান অর্জন করায় আমরা অত্যন্ত গর্বিত। তাদের এই সাফল্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও উৎসাহিত করবে।

অভিভাবক, সহপাঠী ও উপজেলা স্কাউটস নেতৃবৃন্দ এ অর্জনকে স্বাগত জানিয়ে দুই শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন। এ অর্জন নবাবগঞ্জের জন্য এক গৌরবময় মুহূর্ত বলে মনে করছেন স্থানীয়রা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বৃত্তির রোডম্যাপ চায় ছাত্রদল সমর্থিত প্যানেল, শিবিরের ৮ দিনের আল্টিমেটাম

অলিউল্লাহ নোমানের সমর্থনে ঢাকাস্থ মাধবপুর উপজেলাবাসীর নির্বাচনি বৈঠক

বিপিএলে সিলেটের হয়ে খেলবেন সাইম আইয়ুব

সভাপতি ড. মিজান ও বিদ্যোৎসাহী প্রতিনিধি লুৎফর

অসুস্থ শিক্ষার্থীর জন্য শিক্ষক, শিক্ষার্থী ও প্রবাসীর এক অসাধারণ একতা

এলাকার খবর
খুঁজুন