পীরগাছায় কলার বাগানে গাঁজা চাষ, আটক ১

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১৪: ১৪

রংপুরের পীরগাছা উপজেলায় পুলিশের অভিযানে ৩০টি গাঁজার গাছ ও বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার এসআই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

পুলিশ প্রথমে উপজেলার ইটাকুমারী বটতলা বাজারের বাসিন্দা মো. হারুন মিয়ার (৬৫) বাড়িতে অভিযান চালায়। তার বাড়ির উঠান থেকে শুকানোর জন্য রাখা অবস্থায় দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন মিয়া স্বীকার করেন যে তিনি স্থানীয়ভাবে গাঁজা বিক্রি করতেন।

হারুন মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পার্শ্ববর্তী খামার বড়ভিটা গ্রামের শাহ আলী (৩৫) এর কলা বাগানে তল্লাশি চালায়। সেখান থেকে প্রায় সাড়ে নয় কেজি ওজনের ৩০টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। তবে, এই ঘটনার পর থেকে শাহ আলী পলাতক রয়েছেন। সব মিলিয়ে এই অভিযানে মোট ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোমেল বড়ুয়া জানান, মাদক নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং স্থানীয়দের সহযোগিতায় এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। আটক হারুন মিয়া এবং পলাতক শাহ আলীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত